Narration এর Rules গুলো গল্পে গল্পে, Part 3 | Learn Narration Rules in stories.

অনেক দিন পর অবশেষে ফিরে আসলাম Narrative Style এর Part 3 নিয়ে, যেখানে অন্তর্ভুক্ত করেছি Direct থেকে Indirect করার নিয়ম।


What-is-narration-rules-of-narration


চলো গল্পে গল্পে শুরু করা যাক!


মনে আছে? বলেছিলাম যে, Direct মানে কারো কথা ও যেরকম বলেছে সেইভাবে বলা, আর Indirect মানে নিজ ভাষায় বানিয়ে বলা। তাই নিজ ভাষায় বানিয়ে বলতে হলে তার কথাটিকে ভাঙতে হবে। তাই শুরুতেই ভাঙব " এই জিনিসটা।


তাই, Rule-1 হলো, যেকোনো প্রকারের sentence কে direct  থেকে indirect করা হলে তার inverted comma ("  ") উঠে যায় এবং sentence টি Assertive হয়ে থাকে। যেমনঃ


Direct : He said, "I am eating rice."

Indirect : He said that he was eating rice.


Direct : Mother said to me, "May you be happy."

Indirect : Mother wished that I might be happy.


Reported Speech আবার কী? 

Reported অর্থ যেটা বলা হয়েছে, Speech মানে বক্তব্য অর্থাৎ যেই বক্তব্যটি বলা হয়েছে তাকে বলা হয় Reported Speech, উপরের বাক্যের "May you be happy" এটাই সেটি।


Verb তো চেন সবাই! Narration এর Say আর Tell কেই বলা হয় Reporting Verb.


তাই Rule-2 হলো, Reported Speech টিকে Reporting Verb এর সাথে সাধারণত that, if বা whether, to ইত্যাদি দ্বারা যুক্ত করতে হবে। যেমনঃ


Direct : He said, "I like vegetables."

Indirect : He said that he liked vegetables.


" এটার বদলে That দিয়ে জোড়া দিলাম।


Direct : Rahim said to me,"Are you ill."

Indirect : Rahim asked me if I was ill.


কেউ কোনো কথা তোমাকে আগে যদি না বলে এখন বলে বা ভবিষ্যতে বলবে এমন হয়, তাহলে কি তুমি কাউকে সেটা বলার সময় অতীতের কথা বলবে?


যেমন তোমার বন্ধু করিম আর তুমি ফোনে কথা বলছ, পাশে তোমার আম্মু। করিম এখন বলতেছে "আমি ভাত খাচ্ছি।" করিমের এই কথা টা তুমি মাকে কিরকম বলবে? অবশ্যই, মা, করিম ভাত খাচ্ছে। এমন তো বলবেনা যে, মা, করিম ভাত খাচ্ছিল।


তাই Rule-3 হলো, Reporting Verb Present অথবা  Future Tense এর হলে Reported Speech এর Tense এর কোন পরিবর্তন হয় না। যেমনঃ


Direct : He says, "I am happy."

Indirect : He says that he is happy.


Direct : Meher will say, "I write a letter."

Indirect : Meher will say that she writes a letter.


এইটুকু গেলো Narration এর অন্য একটা অংশ।


বাকি অংশে আসছে যদি করিম তোমাকে কথাটি অতীত কালে বলতো, তাহলে Indirect ভাবে তুমি কথাটি অন্যকে কিভাবে বলবে!


এটিই Narration এর মূল অংশ যেটি সবাই বেশি বেশি ভুল করে। আজকের এই পোস্ট ভালো করে পড়ে নাও, এটা বুঝলে বাকি গুলো বুঝা ব্যাপার হবেনা।


আজকের জন্য এতটুকুই, যদি সাহায্য করতে চাও নিচে থাকা বিভিন্ন সোস্যাল মিডিয়ার আইকনে ক্লিক করে শেয়ার করে দাও।


আগের পার্ট গুলোর লিনক নিচে দিলাম,

Part 1 Please Click to Enter

Part 2  Please Click to Enter


Written by,

Joynal Abedin Akib 

AK Academy 

Post a Comment

0 Comments