আসসালামু আলাইকুম,
গত ব্লগে আমরা Narration সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি, আর সাথে প্রাথমিক ৩ টা নিয়ম ও জেনেছি।
এই ব্লগে আমরা অন্যান্য আরো কিছু নিয়ম ও সাথে Say ও Tell এর পার্থক্য এর মতো চমৎকার একটা Topic জানতে চলেছি।
তাহলে শুরু করা যাক।
Rule-4 :- Reporting verb যদি Past Tense হয়,তবে Reported Speech এর ও অনুরূপ Past Tense হবে।
যেমনঃ
Direct : Meher said,"I am going to market."
Indirect : Meher said that she was going to market.
Indirect : Meher said that she was going to market.
Direct : He said,"I shall give you a pen."
Indirect : He said that he would give me a pen.
Indirect : He said that he would give me a pen.
Rule-5 :- Reporting verb ও Reported Speech উভয়ই Past tense হলে Reported speech এর Tense নিম্নরূপে পরিবর্তিত হয়।
বি.দ্র. অর্থাৎ কাজটি যখন হয়েছে তার এক স্টেজ অতীতে চলে যাবে, যেমন:-
Past Indefinite => Past Perfect
Past Continuous => Past Perfect Continuous
যেমনঃ
Direct : He said, "I had a cow."
Indirect : He said that he had had a cow.
Indirect : He said that he had had a cow.
এখানে,
গরু ছিল নিকটবর্তী অতীতে Past Indefinite সুতরাং তার আরো এক স্টেজ অতীতে গেলে হয় দূরবর্তী অতীত তথা Past Perfect.
Direct : He said,"I was eating mango."
Indirect : He said that he had been eating mango.
Indirect : He said that he had been eating mango.
=> Rule-4 ও Rule-5 কে একসাথে করলে বিষয়টা আরো সহজ হবে।অর্থাৎ Reporting Verb এর Past Tense হলে আমরা নিচের প্রক্রিয়াটি অনুসরণ করে Indirect করব :
1. Direct Speech এর Reported Speech এর Verb এর Tense Present Indefinite হলে,
Indirect Speech এ উক্ত Verb এর Tense হবে Past Indefinite.
অর্থাৎ,
Present Indefinite => Past Indefinite
কারণ,
সাধারণ বর্তমান কালের Present Indefinite এক স্টেজ অতীত হলো সাধারণ অতীত Past Indefinite.
example :
Direct : I said to him,"You are very honest."
Indirect : I told him that he was very honest.
Indirect : I told him that he was very honest.
2. Direct Speech এর Reported Speech এর Verb এর Tense Present Continuous হলে, Indirect Speech এ উক্ত Verb এর Tense হবে Past Continuous.
অর্থাৎ,
Present Continuous => Past Continuous
যেহেতু,
চলমান বর্তমানের Present Continuous এর এক স্টেজ অতীত হলো চলমান অতীত Past Continuous.
example :
Direct : The teacher said to us,"You are making mistakes."
Indirect : The teacher role us that we were making mistakes.
3. Direct speech এর Reported Speech এর Verb এর Tense Present Perfect হলে, Indirect Speech এ উক্ত Verb এর Tense হবে Past Perfect.
অর্থাৎ,
Present perfect => past Perfect
এটাও এক স্টেজ উপরে গিয়ে হয়েছে।
example :
Direct : He said to me,"I have won the game."
Indirect : He told me that he had won the game.
Indirect : He told me that he had won the game.
4. Direct speech এর Reported Speech এর Verb এর Tense Present Perfect Continuous হলে, Indirect Speech এ উক্ত Verb এর Tense হবে Past Perfect Continuous.
অর্থাৎ,
Present Perfect Continuous => Past Perfect Continuous
example :
Direct : He said to me, "I have been reading book."
Indirect :- He told me that he had been reading book.
Say আর Tell এ পার্থক্য,
Say এই Verb টি হলো Intransitive অর্থাৎ এই Verb এর কোনো Object থাকবেনা, যেমন টা উপরের বাক্যে Say to me তে Me টা Verb এর Object নয় বরং To এর Prepositional Object.
অপরপক্ষে,
Tell এই Verb টি হলো Transitive অর্থাৎ যার Object থাকবে, তাই Tell me বলাতে To এর কোনো প্রয়োজন নাই, Tell নামক Transitive Verb নিজেই তার Object কে বাক্যে রাখার ক্ষমতা রাখে।
Tell ব্যবহার এর কারণ,
আর যেসব Clause বা বাক্যাংশে Object থাকে সেখানে Tell ব্যবহার অধিক শ্রেয়, কারণ Object থাকায় Tell এর অধিকার বেশি, তবে Say ও ব্যবহার করা যাবে Preposition এর সাহায্য নিয়ে।
আজকের জন্য এতটুকুই থাক, আরো অনেক নিয়ম বাকী আছে, ভবলাম এই ব্লগেই বলে জানাবো যে
Narration কেন শিখি,
তবে এখানে Tell/Say এর পার্থক্য বলায় এখানে আর ওটা বলে দীর্ঘায়িত করছিনা,
পরবর্তী কোনো ব্লগে সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
পারলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগে আমাদের ব্লগ।
আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে করবেন, পূর্বের ব্লগ Narration Part 1 এর লিংক নিচে দেওয়া হলো।
From,
AK Academy
1 Comments
ধন্যবাদ স্যার, আপনার জন্য দোয়া ও শুভ কামনা
ReplyDelete