What is Tense and its Structures? Tense কী? ও তার গঠনপ্রণালী।


Tense (কাল)

Tense ইংরেজিতে কতটা গুরুত্বপূর্ণ তা কি জানেন?

তাহলে একটা গল্প শুনুন।

Tense এর পরিচিতি সম্পর্কে। 

আমরা যখনই একটা সময়ে থাকি তখনই কোনো না কোনো কাজ করি। আবার যখনই কাজ করি তখনই কিন্তু একটা সময় থাকে। তাহলে কাজ এবং সময় দুটি ওতপ্রোতভাবে জড়িত।

আর সেই কাজটিকেই আমরা প্রকাশ করি অন্যদের কাছে। 

ভেবে দেখেন,

আমরা যত কথা বলি সবই কিন্তু কাজের সাথে সম্পৃক্ত। আর কাজ সম্পৃক্ত সময়ের সাথে। আর কথাই তো ভাষা।

তাহলে একটা ভাষাতে কাজ আর সময় দুটোই প্রয়োজন। দুটো ছাড়া কখনো ভাষা হতে পারেনা।
আর এই সময়কেই বলা হয় Tense. 

যেটি ল্যাটিন ভাষায় Tempus যার অর্থ সময়।

Tense কে বলা হয় ইংরেজির Brain.

আর ঠিক Verb তথা কাজকে বলা হয় ইংরেজির Heart.

এই ব্রেইন আর হার্ট মিলেই ইংরেজি ভাষাটা টিকে আছে।

Verb এর কাজ ইংরেজির প্রত্যেকটা বাক্যকে বাচিয়ে রাখা আর Tense এর কাজ তাকে পরিচালিত করা।

বুঝা গেল যে,

তাই বাক্যে একটি Verb অবশ্যই প্রকাশ্যে লাগবেই। 
আর সেই কাজটি করার জন্য একটি কর্তা বা Subject লাগবে তবে তা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে।


Tense এর সংজ্ঞা,

যখনই কোনো কাজ সংগঠিত হয় সেই কাজ হওয়ার সময়টিকেই Tense বলা হয়। যখন কাজ তখনই Tense.

যেমন:- আমি যে এখন এই লেখা গুলো লিখছি বা আপনি পড়ছেন। অবশ্যই আমরা কোনো একটা সময়ে আছি। ঘড়ির কাঁটা চলছে। এটাই Tense.

Tense এর প্রকারভেদ, 

Tense এর প্রকারভেদ সীমিত নয়। তবে যে যেই দৃষ্টিকোন থেকে দেখে তার জন্য তত প্রকার।

কিন্তু প্রাথমিকভাবে সবার জন্যই সমান।

অর্থাৎ, প্রাথমিক ভাবে সকল সময়ই ৩ রকমের হয়।

একটা যেটা আগে ছিল, অতীত কাল।

আরেকটা যেটা এখন আছে, বর্তমান কাল।

আরেকটা যেটা ভবিষ্যতে হবে, ভবিষ্যৎ কাল।


ইংরেজিতেও ঠিক একই ভাবে প্রাথমিক ৩ প্রকার।

1. Present Tense (বর্তমান কাল)

2. Past Tense (অতীত কাল)

3. Future Tense (ভবিষ্যৎ কাল)

এর পরবর্তী Tense এর এসব প্রকারের কত রকম প্রকার হতে পারে তা বলা যায়না।

তবে ইংরেজি ব্যকরণবীদরা এসব প্রকারকে ৪ প্রকার করে ভাগ করেছেন।


যথা:-

1. Indefinite (সাধারণ) 

2. Continuous (চলমান)

3. Perfect (পুরাঘটিত) 

4. Perfect Continuous (পুরাঘটিত চলমান)



        Definitions of the Kinds
            (প্রকারভেদের সংজ্ঞা)


Indefinite Tense (সাধারণ কাল)

সাধারণ ভাবে কোনো কাজ হলেই তা Indefinite Tense হয়। 

* যদি তা অতীতে নির্দিষ্ট সময়ে সাধারণ ভাবে হয়েছে তাহলে Past Indefinite. 

যথা:-  I loved English (আমি ইংরেজি ভালোবেসেছি)

* যদি বর্তমানে সাধারণ ভাবে হয় তাহলে Present Indefinite. 

যথা :- I love English (আমি ইংরেজি ভালোবাসি)
* আর যদি ভবিষ্যতে সাধারণ ভাবে হবে বুঝায় তাহলে Future Indefinite.

যথা :- I will love English (আমি ইংরেজি ভালোবাসব)

Continuous Tense (চলমান কাল)

যেটি সময়ের একটি নির্দিষ্ট পয়ন্টে চলমান থাকে। আপনি যে এই মূহুর্তে এই লাইন টা পড়ছেন এটা Continuous Tense.

* যদি অতীতে চলমান হয় তাহলে Past Continuous Tense. 

যথা :- I was reading English (আমি ইংরেজি পড়ছিলাম)

* যদি বর্তমানে চলমান হয় তাহলে Present Continuous Tense. 

যথা :- I am reading English (আমি ইংরেজি পড়তেছি)

* যদি ভবিষ্যতে চলতে থাকবে এমন বুঝায় তাকে Future Continuous Tense বলে।
যথা :- I will be reading English (আমি ইংরেজি পড়তে অভ্যস্থ থাকব)

Perfect Tense (পুরাঘটিত কাল)

যেটি সময় অনির্দিষ্ট হলেও সম্পূর্ণ শেষ হয়েছে। যেমন আপনি আমার ব্লগে ঢুকেছেন, ঢুকার কাজটি সম্পূর্ণ শেষ হয়েছে।

* যদি অতীতে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে গেছে এমন হয় তাহলে Past Perfect Tense.

যথা:- I had read the book (আমি বইটি আগেই কোনো এক সময় পড়ে ফেলেছিলাম)

* যদি বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে তা বুঝায়, তাহলে Present Perfect. 

যথা :- I have read the previous line (আমি পূর্ববর্তী লাইনটি এই মাত্রই পড়ে ফেললাম)

* যদি ভবিষ্যতে কোনো কাজ হয়ে তা শেষ হয়ে যাবে এমন বুঝায় তাহলে তা Future Perfect Tense.

যথা:- I will have read the full article (আমি সম্পূর্ণ প্রবন্ধটি পড়ে শেষ করে ফেলব)

Perfect Continuous (পুরাঘটিত চলমান)

কোনো কাজ নির্দিষ্ট সময়ে শুরু হয় আর চলে এমন হলেই তা Perfect Continuous. যেমন আপনি Tense নিয়ে পড়া শুরু করেছিলেন আর এখানো পড়ছেন।

* যদি অতীতে নির্দিষ্ট সময়ে কোনো কাজ শুরু হয় আর কিছুক্ষণ চলে তারপর শেষ হয় তাকে Past Perfect Continuous Tense বলা হয়।

যথা :- I had been learning English from 2016 to 2017 (আমি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংরেজি শেখায় রত ছিলাম)

* যদি কাজটি নির্দিষ্ট সময় আগে শুরু হয়েছে তবে এখানো চলছে এরকম হলে Present Perfect Continuous Tense. 

যথা :- I have been learning tense since 2:00 PM (আমি ২:০০ টা থেকে Tense শিখতেছি)

* যদি কাজটি ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে শুরু হয়ে চলবে এমন বুঝায় তাহলে Future Perfect Continuous Tense হয়।

যথা :- I will have been reading the structures of tense. (আমি Tense এর গঠনপ্রণালী গুলো শিখতে থাকব)

যাই হোক, গঠনপ্রণালীগুলো যদিও দিলাম তাও মুখস্থ করবেন না, কারণ

এর পরবর্তী ব্লগে আপনাদের এমন একটা কিছু শেখাব যেটা দেখে Tense এর গঠনপ্রণালী শেখাটা আপনারা পাগলামি মনে করবেন।

মাছ খাওয়া না, মাছ ধরা শিখবেন।


Structures of Tense (Tense এর গঠনপ্রণালী

Indefinite (সাধারণ)

Present :- Subject + Verb [Base Form] (+s/es+Extension)

Past :- Subject + Verb [Past Form] (+Extension)

Future :- Subject + Shall/Will + Verb [Base Form] (+Extension)

Continuous (চলমান)

Present :- Subject + am/is/are + Verb + Ing  (+Extension)

Past :- Subject + Was/Were + Verb + Ing (+Extension)

Future :- Subject + Will/Shall + Be + Verb + Ing (+Extension)

Perfect (পুরাঘটিত) 

Present :- Subject + Have/Has + Verb [Past Participle] (+Extension)

Past :- Subject + Had + Verb [Past Participle] (+Extension)

Future :- Subject + Will/Shall + Have + Verb [Past Participle] (+Extension)

Perfect Continuous (পুরাঘটিত চলমান)

Present :- Subject + Have/Has + Been + Verb + Ing (+Extension)

Past :- Subject + Had + Been + Verb + Ing (+Extension)

Future :- Subject + Will/Shall + Have + Been + Verb + Ing (+Extension)

এগুলো মূখস্থ করবেন না।

নেক্সট ব্লগের অপেক্ষায় থাকুন। এগুলো কেমনে বানাতে হয় তা শেখাব। 

আপনার যদি এই ব্লগ টা ভালো লাগে প্লিজ একটা হেল্প করেন আমাদের। 

নিচে থাকা সোস্যাল মিডিয়ার আইকন থেকে একটা সিলেক্ট করে প্লিজ শেয়ার করে দেন। 
জানি করবেন না, কারণ আজ কাল সকলে নিজের প্রয়োজনই বুঝে।

পড়ার জন্য ধন্যবাদ।


      Written by,
Joynal Abedin Akib
 (Founder and Director)
  AK Academy

Post a Comment

0 Comments