Kinds of Adjective with definitions. Adjective এর প্রকারভেদ ও সংজ্ঞা।




Adjective এর প্রথম পর্বে আমরা Numeral Adjective এর কয় প্রকার তা পর্যন্ত জেনেছিলাম। 

এই পর্বে তাদের পরিচয় ও Adjective এর অন্যান্য প্রকার নিয়ে আলোচনা করব।

তাহলে চলুন শুরু করা যাক।


Cardinal Numeral Adjective (গণনাবাচক)

যেসব Adjective  দ্বারা noun বা pronoun এর সংখ্যা নির্দেশিত হয় তাদেরকে Cardinal Numeral Adjective বলে।

যেমনঃ-

      You bought seven birds.
      We have ten deer.

এখানে, seven,ten এসব শব্দ দ্বারা সংখ্যা নির্দেশিত হয়েছে।

[one,two,three, Eighty etc সংখ্যা হল cardinal সংখ্যা।]


Ordinal Numeral Adjective (ক্রমবাচক)

সে Adjective সাধারণত sentence এ ব্যবহৃত noun এর পর্যায়ক্রমিক স্থান বা ক্রমানুসারে অবস্থান নির্দেশ করে তাকে Ordinal Numeral Adjective বলে।

যেমনঃ- 

       Akib is the first boy in the class.
       Rahim is the second son of his parents.

এখানে ব্যবহৃত first ও second হলো ordinal numeral adjective।

[First,Second,third,fourth etc সংখ্যা গুলোকে বলে ordinal number।]


Multiplicative Numeral Adjective (পূরণবাচক)

যেসব numeral adjective sentence এ ব্যবহৃত noun কতবার বা কতগুণ রয়েছে তা নির্দেশ করে এদেরকে multiplicative numeral adjective বলে।

যেমনঃ- 

   He came here single.
    It has twofold uses.
 
এখানে ব্যবহৃত  single ও twofold এগুলো হলো multiplicative numeral adjective।

[Single,double, treble fourfold etc এগুলো হলো multiplicative number। ]

Examples of Number

=> নিচে ordinal, cardinal ও Multiplicative  Number এর উদাহরণ দেওয়া হলো:

1.   one(এক) --> first(প্রথম)--> single(একক)

2. two(দুই)--> second(দ্বিতীয়)--> double(দ্বিগুণ)

3. four(চার)--> fourth(চতুর্থ)-->fourfold(চারগুণ)

[Note:- multiplicative = ordinal+fold  অর্থাৎ ordinal number এর সাথে fold যোগ করলে multiplicative number হয়।

 যেমনঃ- five+fold= fivefold ]

জেনে রাখা দরকার যে এতক্ষণে আমরা যা পড়লাম তা কিন্তু নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে।

তবে সংখ্যা অনির্দিষ্ট ও হতে পারে। 

সেজন্য Adjective আবার দুই প্রকার।


1. Definite Numeral Adjective 

2. Indefinite Numeral Adjective


Definite numeral adjective
(নিদিষ্ট সংখ্যাবাচক বিশেষণ)


Cardinal,ordinal ও multiplicative numeral adjective গুলো Noun বা Pronoun এর সংখ্যা বা অবস্থান নির্দিষ্ট করে বোঝায় বলে একএে এদেরকে definite numeral adjective বলা হয়। 

Indefinite Numeral Adjective
(অনির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ)


যেসকল Adjective গুলো Noun বা Pronoun এর সংখ্যা নির্দিষ্টভাবে বোঝায় না তাদেরকে indefinite numeral adjective বলে।

যেমনঃ-
 
    Some boys are playing.

[All( বা অন্য adjective )+Uncountable Noun-এইভাবে ব্যবহৃত হলে সেক্ষেত্রে all( বা অন্য adjective ) হল quantitative adjective। কারণ Uncountable Noun তো গুণায় যায়না তো এর সংখ্যা হবে কি করে?]

আবার,
    
 [All( বা অন্য adjective )+ Countable Noun -এইভাবে ব্যবহৃত হলে সেক্ষেত্রে all ( বা অন্য adjective )হল Numeral Adjective.]



Pronominal Adjective (সর্বনামীয় বিশেষণ)


কিছু কিছু Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তখন তাদেরকে Pronominal Adjective বলে।


যেমনঃ

 This boy is a stipud.
 The colour of his shirt is red.
 Those are my books.

এখানে  this,his,my এগুলো Pronominal Adjective।


বি.দ্র. Pronoun সবসময় একা বসে। তবে Noun এর আগে বসলে তা Adjective হয়ে যায়।


 নিচের বাক্য গুলো পড়।
     
   This is a book.
   That is a cat.

বাক্য দু'টিতে this ও that হল pronoun।

কিন্তু নিচের বাক্য গুলো পড়।

  This pen is mine.
  That cat is mad.

(এখানে this/that + noun এইভাবে ব্যবহৃত হয়েছে। আগের বাক্য দু'টিতে this/that এর পর কোন noun বসেনি।কিন্তু এই বাক্য দু'টিতে this/that  কোন noun কে বিশেষভাবে চিহ্নিত করে দিচ্ছে।এগুলো এখানে Adjective যা Pronoun থেকে এসেছে বলে এসব Adjective এর নাম Pronominal  Adjective।)


[Note:- Pronoun গুলো একাকী ব্যবহৃত হয়। কিন্তু এগুলো যখন Adjective  এর কাজ সম্পন্ন করে তখন এরা Noun এর আগে বসে।]


=> নিচে কয়েকরকম  Pronominal Adjective এর  ব্যাখ্যা দেওয়া হলো :-

Demonstrative Adjective (নির্দেশক)

যখন কোন Demonstrative Pronoun কোন Noun এর পূর্বে বসে adjective এর ন্যায় কার্য সম্পাদন করে তখন তাকে Demonstrative Adjective বলে।

যেমনঃ-

   This pencil is red.
   These books are new.

এখানে this ও that হল Demonstrative adjective।

Distributive Adjective (বিভাজক)

Distributive Pronoun যখন adjective  হিসেবে  কাজ করে তখন তাদেরকে distributive adjective বলে।

যেমনঃ-

      Either of the pens will do.
      Every boy will go.


এখানে  either ও every  হল distributive Adjective।


Interrogative Adjective (প্রশ্নবোধক)

যখন কোন interrogative pronoun কোন noun এর পূর্বে বসে adjective এর কার্য সম্পাদন করে তখন তাকে interrogative adjective বলে।

যেমনঃ-

     Which book do you need?
     What colour do you like most?
     Which man is your father?

এখানে  Which ও What হল Interrogative Adjective।


Possessive Adjective (সম্বন্ধ জ্ঞপক)

Possessive Pronoun যখন adjective হিসেবে কাজ করে তখন তাকে possessive adjective বলে।

যেমনঃ-

      We love our dog.
      This is your pencil.
     
 এখানে our ও your হল Possessive Adjective।

Relative Adjective (সংযোজক)

Relative Pronoun গুলো যখন Adjective হিসেবে Noun এর পূর্বে বসে তখন তাদেরকে  Relative Adjective বলে।

যেমনঃ-

     This is which book  you gave me.
     He gave me what shoe I wanted.

এখানে Which ও What হল Relative Adjective.

Compound Adjective (যৌগিক)

Compound  মানে যৌগিক।

অর্থাৎ একটি word+আরেকটি word এইভাবে কোন Word গঠিত হলে তাকে বলে Compound word।
আর Compound Word যখন Adjective এর কাজ করে তখন তাকে বলে Compound Adjective।

যেমনঃ-
  
   two+month+long=two-month-long(দুইমাস ব্যাপী)

   five+year+old=five-year-old (পাচঁ বছর বয়স্ক)

   out+of+date=out-of-date (সেকেলে)

There will be a two-month-long meeting.

I want a five-year-old girl.

This is an out-of-date house.


Exclamatory Adjective (অনুভূতি জ্ঞাপক)


নিচের sentence টি পড়,

What nonsense (বোকামি) is this!

এখানে, What+nonsense (what+noun=adjective+noun) 

এইভাবে ব্যবহৃত হয়েছে বলেই what হবে Adjective এবং Exclamatory Sentence বিদায় এটা হবে Exclamatory Adjective.


Adjective এমন একটি গুরুত্বপূর্ণ টপিক যার উপর Grammar এর অনেক কিছুই Depend, 

আপনি যদি এতে পটু না হন তবে Grammar এ অনেক প্যারা খেতে হবে। 

তাই Adjective মন দিয়ে শিখুন। Modifier নামক টপিক এ যা কাজ আছে সব কিন্তু Adjective এর কাজ।

আশা করি বুঝতে পেরেছেন। 

এই ব্লগের মাধ্যমে হেল্প পেলে প্লিজ এটি শেয়ার করে আমাদের সাহায্য করুন। নিচে থাকা সোস্যাল আইকনের মাধ্যমে তা সম্ভব।


Written by,
My assistant 'TS'
(Co-Director)
AK Academy

Post a Comment

0 Comments