How to make the structures of Tense. Tense এর Structure নিজেই বানিয়ে নিন।




Tense এর Structure নয় আর মুখস্থ।

যেহেতু ওয়াদা করেছিলাম আপনাদের এমন কিছু শেখাব যাতে আর জীবনে Tense এর Structure মুখস্থ করতে না হয়। 

এখন তাই শেখাতে চলেছি, তবে একটা বিল্ডিং প্রস্তুত করার জন্য যেমন লাগে লোহা, ইট, সিমেন্ট তেমনি এখানেও লাগবে কিছু উপকরণ।

আর এসব উপকরণ গুলো সবই Verb কে নিয়ে৷

আগের ব্লগে আমি বলেই ছিলাম যে Verb আর Tense এর সম্পর্ক কত গভীর তা নিয়ে।

ওটা না পড়ে থাকলে এটা কিছুই বুঝবেন না। তাই ওটা একটু দয়া করে পড়ে নিলে লাভবান হবেন।

তাহলে চলুন শুরু করি,

একটি Verb এর তিনটা রুপ আছে।

1. Present Form (Do)

2. Past Form (Did)

3. Past Participle Form (Done)

এখন,

Verb এর Present Form হতে পারে ৩ রকম।

1. Base Form (Do)

2. Continuous Form or Present Participle (Doing)

3. Singular Form (Does)

তাহলে Tense এ ব্যবহার করা হয় এমন একটি উপকরণ তথা মূল Verb এর আলোচনা গেল।

এখন আসা যাক অন্য একটি উপকরণ Auxiliary Verb নিয়ে। 

Auxiliary Verb অনুযায়ী Verb এর অই যে রুপ গুলো দেখালাম সেগুলো পরিবর্তন হয়।


আগে দেখে নিই Auxiliary Verb গুলো, যা Tense এ রুপ গঠণে ব্যবহার হয়।

* নিচের Auxiliary Verb গুলোকে বলা হয় General Auxiliary Verb.

এরাই (To Do Verb ছাড়া) সব চেয়ে বেশী সহায়ক হয় Tense গঠণে।

To be verb এর ৮ টা রুপ,

Am,Is,Are - হই, হয়, হও (Present Form)

Am,is (Singular) Are (Plural)

Was,Were - ছিল (Past form)

Was (Singular)

Be - হওয়া (Base Form)

Being - হচ্ছে (Present Participle Form)

Been - হয়েছে (Past Participle Form)


বি.দ্র. এই Verb গুলো কোনো Verb এর আগে আসলেই তার Present Participle Form অর্থাৎ Continuous Form হয়।

অর্থাৎ Continuous Tense গঠন করতে এসব Auxiliary থেকে একটা আনতেই হবে।


To do verb এর ৪ টা রুপ,

Do - করা (Base,Plural,Present form)

Did - করেছে/করেছিল (Past, Past Participle form)

Doing - করতেছে (Present participle)

Does - করে (Singular Form)


To have verb এর ৪ টা রুপ,

Have - আছে/থাকা (Present,Plural,Base Form)

Has - আছে (Singular Form)

Having - নিচ্ছে, পাচ্ছে (Present Participle)

Had - ছিল (Past participle)


বি.দ্র. এসব Auxiliary এর পর Verb আসলে সেই Verb এর Past Participle Form হয়।

সুতরাং Perfect Tense গঠনে এসব Verb থেকে একটি অবশ্যই লাগবে, কারণ Participle Form মানেই Perfect Tense.


তাহলে আমরা জানলাম যে,

To be, To Have

এই ২ প্রকারের verb গুলো ইতিমধ্যে আপনারা জানেন,

এদের একটা করে পাওয়ার রয়েছে।

To be verb এর পাওয়ার হলো এই verb এর পর (Active Voice এ) যদি কোনো Principal verb আসে সেই verb টিকে Present Participle (ing form) হয়ে যেতে হয়।

To have verb এর পাওয়ার হলো এই verb এর পর যদি কোনো Principal Verb আসে সেই verb টিকে Past Participle (3rd form) হয়ে যেতে হয়।

আর এটাও জেনে রাখেন যে Will/Shall এই দুটো হলো Model Auxiliary.

এদের পর Verb বসলে তার Base Form (মূল রুপ) টিই হবে। আর এই দুটো Verb অবশ্যই Future Tense গঠনেই লাগে।

Tense গঠনে সবার আগে লাগে Subject আর তা সব Tense এই একই, তাই আমরা Subject এর কথা বাদ দিয়ে Verb তথা মূল কথায় আসি।

এখন আসা যাক কো Tense এ কোন রকম Verb লাগবে।


1. Indefinite Tense (সাধারণ কাল)

এটি সাধারণ,

এখানে Verb এর একদম সাধারণ রুপটাই লাগে। 
যদি Past হয় Past Form অথবা Present হলে Present Form (Present Participle ছাড়া) আর Future হলে Base Form (তবে মনে রাখতে হবে Future এ অবশ্যই Shall/Will লাগে।)

তাই এর গঠনপ্রণালী,

Present :- Subject + Verb [Base Form] (+s/es+Extension)

Past :- Subject + Verb [Past Form] (+Extension)

Future :- Subject + Shall/Will + Verb [Base Form] (+Extension)


2. Continuous Tense (চলমান কাল)

আগেই বলেছিলাম Continuous মানেই Verb এর Present Participle Form অর্থাৎ Verb + Ing,

তবে এটা হওয়ার জন্য কার সাহায্য লাগবে?

অবশ্যই Be Verb এর। আর সেই Be Verb টি আমরা নিব Tense অনুযায়ী।

অর্থাৎ,

*আমাদের যদি প্রয়োজন হয় Present Continuous এর Structure এর তবে আমরা নিব Present এর Be Verb গুলো।

তা হলো :- Am,Is,Are

তাহলে Structure হবে,

Subject + am/is/are + Verb + ing

এভাবেই Past হলে Past এর Be Verb নিব।

Subject + Was/Were + Verb + ing

আর আমরা জানি Future এর জন্য Will/Shall লাগে আর এর পর যদি আমরা Be Verb বসাই তার Base Form তথা Be বসাতে হবে। 

তাহলে,
Subject + Will/Shall + Be + Verb + ing


3. Perfect Tense (পুরাঘটিত কাল)

আগেই বলেছি Perfect মানেই Verb এর Past Participle Form আর এই Form গঠনে সাহায্য লাগবে To Have নামক Auxiliary এর।

* Present হলে Present এর Have Verb,

Subject + Have/Has + Verb PP Form

* Past হলে Past এর Have Verb,

Subject + Had + Verb PP Form

* Future হলে Will/Shallলাগবে তবে এর পর তো Base Form হবে অর্থাৎ Have,

Subject + Will/Shall + Have + Verb PP Form


4. Perfect Continuous (পুরাঘটিত চলমান)

এখানে একটু প্যেচ আছে কারণ এখানে আগে Perfect তারপর Continuous ২ টা Tense একসাথে বানাতে হবে। আর আমরা এমন Verb কে দিয়ে Perfect বানাব যেই Verb টি আমাদের সাহায্য করবে Continuous বানাতে।

আর Continuous বানাতে সাহায্য করে Be Verb,
তাহলে Be Verb কে Perfect বানাব। 

অর্থাৎ Be Verb এর Past Participle Form টি ব্যবহার করব।

* Present হলে প্রথমে Perfect বানাতে লাগবে ২ টা Verb অর্থাৎ To Have Verb যা সাহায্য করবে Been (Be এর PP Form) বানাতে।

Subject + Have/Has + Been + Verb + ing
(খেয়াল করুন এখানে Verb + ing থাকায় হয়েছে Continuous যা বানিয়েছে Been এ যেটি Perect, আবার Been কে Perfect বানিয়েছে Have/Has এ।)

* Past হলে Past এর Have Verb,
Subject + Had + Been + Verb + ing

আশা করি এটা বুঝবেন,

* Future হলে লাগবে Will/Shall যার পরে To Have এর Base Form বসবে। 

তাহলে,

Subject + Will/Shall + Have + Been + Verb + ing



হুম, এই নিয়ম টা আমি অনেক গভীর গবেষণা করেই বানিয়েছি,

আমি Tense একদমই পারতাম না৷ 

তাই কিভাবে তা সহজ করা যায় তা নিয়ে অনেক গবেষণা করেছিলাম। আর এই নিয়মটা বানালাম যাতে কখনো Tense এর Structure মুখস্থ করতে না হয়।

আপনার বেসিক ক্লিয়ার থাকলে এটা খুবই চমৎকার নিয়ম বলে আপনি মেনে নিবেন। ক্লিয়ার না থাকলে দেওয়া উপকরণ গুলো দেখে ক্লিয়ার করে নেন।


Auxiliary সম্পর্কে জানুন। দেখবেন সহজেই বুঝছেন। আর বুঝাচ্ছেন।


প্লিজ, নিচে থাকা সোস্যাল আইকনের একটা সিলেক্ট করে শেয়ার কিরে দেন। শেয়ার করে আমাদের কৃতজ্ঞ করুন।


এসব টেকনিক কোনো বইয়ে কখনোই পাবেন না।


         Written by,
   Joynal Abedin Akib
(Founder and Director)
       AK Academy

Post a Comment

0 Comments