What is Adjective and its kinds in Bangla. Adjective কাকে বলে কত প্রকার গল্পে গল্পে।


একটু লক্ষ্য করুন,

Rahim is a good boy. He is expert in three subjects. But his brother is a careless boy. He likes to have cold drinks. Rahim doesn’t like to have even a little drinks.


তাহলে খেয়াল করে দেখুন,

* প্রথম বাক্যে রহিম নামক Noun টির গুণ বুঝাচ্ছে Good শব্দটি।

* এর পরের বাক্যেই Subjects নামক Noun টির সংখ্যা বুঝাচ্ছে Three শব্দটি। 

* এর পরের বাক্যে Boy নামক Noun টির দোষ বুঝাচ্ছে Careless শব্দটি।

* এর পরের বাক্যে Drinks নামক Noun টির অবস্থা বুঝাচ্ছে Cold শব্দটি।

* এর পরের বাক্যে Drinks নামক Noun টির পরিমাণ বুঝাচ্ছে A little শব্দটি।



         Definition of Adjective
           (Adjective এর সংজ্ঞা)


তাহলে দেখায় যাচ্ছে, 

বাক্যে উপস্থিত Noun অথবা Pronoun কে কিছু শব্দ এসে বিশেষায়িত করছে

 অর্থাৎ তাদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ অথবা অবস্থা বর্ণনা করছে।

এসব শব্দই হলো Adjectives.

=>  The Part of Speech that modifies a Noun or a Pronoun in a sentence is called Adjective.

(Noun বা Pronoun কে বাক্যের মধ্যে যে Part of Speech টি বিশেষায়িত করে তাকে Adjective বলে।)

যেমনঃ-

Rahim is a handsome boy.
Give me a little milk.

উপরের Sentence গুলোতে handsome ও little প্রভৃতি শব্দ দ্বারা প্রথম Sentence এ Rahim নামক Noun এর গুন

 এবং দ্বিতীয় Sentence এ milk (Noun) এর পরিমাণ নির্দেশ করছে। উপরিউক্ত শব্দ গুলো হলো  Adjectives.



Uses of Adjective (Adjective এর ব্যবহার)


* Adjective এর দুই প্রকার ব্যবহার।

যথাঃ-


1. Attributive Use

2. Predicative Use


[Attribute:- কারণ হিসেবে আরোপ করা]
[Predicate :- বিধেয়]


Attributive Use (আরোপিত ব্যবহার)


কোন adjective যখন Noun এর পূর্বে বসে তাকে qualify করে,তখন সেই adjective এর ব্যবহারকে Attributive Use  বলে।

(An Adjective is said to be used attributively when it qualifies the noun directly being placed just before the noun it intends to qualify.)


অর্থাৎ, (Adjective+Noun) এইভাবে ব্যবহৃত হলে সেটা attributive use হয়।


যেমনঃ-

        Rahim is an intelligent student.


উপরিউক্ত sentence এ Intelligent নামক Adjective টি Student নামক Noun এর আগে বসে তাকে qualify অর্থাৎ গুণ প্রকাশ করেছে।

Sentence এ Adjective  এর এরকম ব্যবহারই Attributive Use.


[ Attributive অর্থ "আরোপ করা " কোন কিছু যেমন বোঝা,বৈশিষ্ট,দোষ--অন্য কোন কিছুর উপর চাপানো।]


Predicative Use (বিধেয়ক ব্যবহার)


কোন Adjective যখন Sentence এ Verb এর পরে বসে Nouun বা Pronoun কে qualify  করে তখন Adjective এর সেই ব্যবহারকে Predicative Use বলে।


(An Adjective is said to be used predicatively when it qualifies the subject indirectly being placed often the predicative verb.)


অর্থাৎ, (noun+..........+Adjective)

এইভাবে ব্যবহৃত হলে predicative use হয়।

যেমনঃ-

         The girl is clever.

উপরের Sentence এ Clever নামক Adjective টি Verb এর পরে বসেছে এবং Girl নামক Noun টিকে qualify করছে।

Adjective এর এ ধরনের ব্যবহারই হলো Predicative Use।


বি.দ্র. Adjective এর যখন Predicative use হয় তখন সাধারণত ঐ Adjective কে বলে complement।

এ Complement এই Predicative verb এর অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করে।



    Classifications of Adjective 
      (Adjective এর শ্রেণিবিভাগ)



Adjective প্রধানত চার প্রকার।

যথাঃ-

1. Adjective of Quality (গুণমানজ্ঞাপক বিশেষণ)
Or Descriptive Adjective (বিবৃতিমুলক বিশেষণ)


2. Adjective of quantity (পরিমাণজ্ঞপক বিশেষণ)
Or Quantitive Adjective (পরিমাণজ্ঞাপক বিশেষণ)


3. Adjective of Number (সংখ্যাবাচক বিশেষণ)
Or Numeral Adjective (সংখ্যাবাচক বিশেষণ)


4. Pronominal Adjective (সর্বনামোদ্ভূত বিশেষণ)




          Elaborate Discussion
            (বিস্তারিত আলোচনা)



Adjective of Quality (গুণমানজ্ঞাপক বিশেষণ)


যে Adjective কোন Sentence এ ব্যবহৃত হয়ে ঐ sentence এর Noun বা Pronoun এর দোষ,গুণ, অবস্থা বুঝায় তাকে Adjective of Quality বা Descriptive Adjective বলে।


যেমনঃ-

They are intelligent.
The boy is bad.
He is happy.


* এখানে প্রথম Sentence টিতে happy শব্দটি দ্বারা subject  'He' এর অবস্থা নির্দেশিত হয়েছে।

* দ্বিতীয় Sentence টিতে bad শব্দটি দ্বারা boy এর গুণ প্রকাশ পেয়েছে।

* আর intelligent শব্দ দিয়ে they এর গুণ প্রকাশ করছে।

তাই happy ও intelligent, bad এসব word গুলো এখানে Adjective of Quality বা Descriptive Adjective।


Adjective of Quantity (পরিমাণজ্ঞাপক বিশেষণ)


Sentence এ ব্যবহৃত যেসব Adjective  ঐ Sentence এ ব্যবহৃত Noun বা Pronoun এর পরিমাণ নির্দেশ করে সেসব adjective কে Adjective of Quantity বা Quantitive Adjective বলে।


যেমনঃ-

All that glitters is not gold.
I need much money.
He got a half of the share.


উল্লেখিত all, much ও  half এ শব্দগুলো পরিমাণ নির্দেশ করেছে বলে এগুলো Adjective of Quantity  বা Quantitive Adjective।


Adjective of Number (সংখ্যাবাচক বিশেষণ)


Sentence এ ব্যবহৃত যেসব Adjective ঐ Sentence এ উল্লিখিত Noun বা Pronoun এর সংখ্যা বা পর্যায় নির্দেশ করে তাদেরকে Adjective of Number বা Numeral Adjective বলে।


যেমনঃ-
 
He has ten books.
Akib is the first boy in the class.


* এখানে ten শব্দটি বই এর সংখ্যা প্রকাশিত হয়েছে।

* আর first শব্দটি দ্বারা পর্যায় বা ক্রমানুসারে স্থান নির্দেশ পেয়েছে।

তাই এগুলো Adjective of Number বা Numeral Adjective।



     Types of Numeral Adjective
    (Numeral Adjectives এর ধরণ)


Numeral Adjective 3 প্রকারের হয়।

যথাঃ-

1. Cardinal Numeral Adjective (গণনাবাচক)

2. Ordinal Numeral Adjective (ক্রমবাচক) 

3. Multiplicative Numeral Adjective (গুণনবাচক)



অতিরিক্ত দীর্ঘ হয়ে যাওয়ার কারণে বাকী আলোচনা এই অংশে বাদ দিলাম। কারণ এতোটুকু বুঝে নিলে বাকীটা একদম সহজ হয়ে যাবে।

অন্যথা, সব একসাথে শিখতে গিয়ে একটাও শেখা হবেনা। তাই Pronoun এর মতোই Adjective এর ও অন্য একটি Part আসবে।

যদি এটা পেয়ে আপনি খুশি হয়ে থাকেন তাহলে আমাদের জন্য একটা সাহায্য করে দিতে পারেন।
এটা একটা নতুন ব্লগ তাই টিকে থাকতে আপনাদের সাহায্য চাই। 

দয়া করে, নিচে থাকা সোস্যাল আইকনে ক্লিক করে এগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। 
আপনার মাধ্যমে একজন দেখলেও আপনার নিকত কৃতজ্ঞ থাকব।


  Written by, 
My assistant 'TS'
 (Co-director)
AK Academy              

Post a Comment

1 Comments