What is Adverb and its kinds in Bangla, Part 1 । Adverb কাকে বলে কত প্রকার।




Adverb (ভাব বিশেষণ)

নিচের বাক্যগুলো একটু পড়ুন,

He is a very good boy.
He speaks English fluently.
He came here yesterday.

এই ৩ টা বাক্যের অর্থ আপনারা অবশ্যই বুঝেছেন।

একটু খেয়াল করুন,

* প্রথম বাক্যে Good নামক Adjective কে আরো জোর দিচ্ছে Very শব্দটি। অর্থাৎ Modify করছে।

* এর পরের বাক্যে Speaks নামক Verb টিকে Modify করছে Fluently শব্দটি।

* এর পরের বাক্যে Came নামক Verb এর স্থান ও কাল বুঝাচ্ছে Here ও Yesterday শব্দ দুটি।

উপরে যেসব শব্দ Verb, Adjective ইত্যাদি Part of Speech কে Modify করছে তা হলো Adverb.


দেখতেই পাচ্ছেন

আমি এর অর্থ লিখলাম ভাব বিশেষণ, 

কারণ জানেন?

কারণ Verb বা ক্রিয়া কেই বিশেষায়িত করেনা Adverb, বরং Adjective, Adverb, Verb.........


এক কথায় বলতে গেলে,

Noun-Pronoun-Interjection ছাড়া অন্যান্য সকল Parts of Speech কে যে Part of speech টি Modify করে অর্থাৎ তাদের সম্পর্কে আরো তথ্য দেয়, তাকেই বলে Adverb বা ভাব বিশেষণ।

এমন কি,

Adverb এর এতোটা Power যে সে একটা বাক্যকেও Modify করতে পারে।

তাহলে Noun - Pronoun কে Modify করে Adjective আর Noun - Pronoun ছাড়া অন্য গুলো কে Adverb আর Interjection কে Modify করার ক্ষমতা কারো নেই।

আর জানা প্রয়োজন,

কোথায়, কখন, কিভাবে এই ৩ টি প্রশ্নের উত্তর আমরা যা পাই তাই কিন্তু Adverb বা ভাব বিশেষণ।


প্রকারে যাওয়ার আগে একটু দেখাই কিভাবে Adverb অন্য সকল Parts Of speech এর Modify করছে।

Verb :- He speaks fluently (দ্রুত).

কেমন কথা বলে?

Adjective :- She is a very (খুব) good student.

কেমন ভালো?

Adverb :- She run fast (দ্রুতগতিতে).

কেমন দৌড়ায়?

Preposition :- I came here just (একদম) before ten.

কেমন আগে?

Conjunction :- I take it simply (হালকা) because I had no time.

কোন কারণে?

Sentence :- Really (সত্যি) I am not lying.



Classifications (প্রকারসমূহ)

যদিও Adverb এর চাপ্টার টা অনেক বড়। 
আমি এটা দুই ভাগ করে লিখব। এখন আমি প্রাথমিক প্রকারগুলো একটু করে বলে দিই।


বেশী লিখলে জটিল হয়ে যাবে। ব্রেইনে যেটা ঢুকেছে সেটাও চলে যাবে।


তাহলে প্রথমে Adverb এর ৩ টি আসল প্রকার গুলো জেনে নিন,


1. Independent or Simple Adverb.
2. Interrogative Adverb
3. Relative or Conjunctive Adverb.

বি. দ্র. আগেই বলা উচিত ছিল, Adverb এর আগে সাধারণত Preposition বসেনা, To তো একদমই না। 


আজ এতটুকু থাক না হয়,

আশা করি বুঝতে পেরেছেন।

এতোটুকু মুখস্থ করে নিন। এগুলোই বেসিক। এর পরের প্রকারভেদ গুলো জানতে হবে বেসিক গুলো লাগবে।


Adverb জানা মানে Modifier নামক Chapter টার বেশীরভাগ শেষ করে দেওয়া।

ইংরেজিতে Modifier কী তা আপনাকে বলার আগেই আপনি বলতে পারবেন এখন। 
কারণ আপনি Modifier এর রাজা Adverb কে নখদর্পনে নিয়ে এসেছেন।


প্লিজ, নিচে থাকা সোস্যাল মিডিয়ার আইকনে ক্লিক করে শেয়ার করে দিন। আপনি যদি সাহায্য পেয়ে থাকেন আমাদেরও করুন।

ধন্যবাদ।


          Written by
   Joynal Abedin Akib
(Founder and Director)
        AK Academy

Post a Comment

1 Comments