What is Clause and its kinds in Bangla, learn A to Z. Clause কাকে বলে কত প্রকার শুরু থেকে শেষ।




Clause (বাক্যাংশ)

বা বাক্যের অংশ,

Definition (সংজ্ঞা)

=> যে শব্দ সমষ্টিতে একটি subject ও একটি predicate থাকে এবং যা বড় বাক্যের অংশ  বিশেষ,তাকে clauses বলে।


অর্থাৎ clause হলো কতগুলো শব্দের সমষ্টি যার নিজস্ব একটি সমাপিকা ক্রিয়া আছে অথচ তা একটি বাক্যের একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

(A clause is a group of words which has a finite verb of its own but which acts as a single element in or a part of a sentence.)



তাহলে Clause এর নিম্নলিখিত বৈশিষ্ট গুলো আছেঃ

1. দুই বা ততোধিক Word এর সমষ্টি। 

2. এই শব্দ সমষ্টির নিজস্ব একটি Finite verb থাকে।

3. নিজস্ব Finite verb থাকা সত্ত্বেও Clause নিজে কোন Sentence নয়,অন্য একটি Sentence এর একটি অংশ মাত্র।

মনে রেখ, একটি বাক্যে যতটা finite verb থাকে,ততটাই clause থাকে।


যেমনঃ-

    He has a ring which is made of gold.

বাক্যটির of gold একটি phrase, অর্থ প্রকাশ করলেও পূর্ণার্থ দিতে পারছে না।

দ্বিতীয় শব্দ সমষ্টি which is made of gold এর মধ্যে  Which একটি subject ও is made of gold একটি predicate হলেও এটি একটি বাক্যের অংশ বিশেষ।এরূপ শব্দ সমষ্টি যা বড় বাক্যের অংশ বিশেষ, তাকে clause বলে।



Kinds (প্রকারভেদ)

Clause মোট তিন প্রকার।

1.Principal  clause (প্রধান বাক্যাংশ) [নিজে অর্থ প্রকাশ করে]

2.Subordinate clause(অধীন বাক্যাংশ) [অন্যের উপর নির্ভরশীল]

3.Co-ordinate clause(সংযোজক) [দুটো Principal clause কে যুক্ত করে]



Definition of Kinds (প্রকারভেদের সংজ্ঞা)



Principal Clause (মূল বাক্যাংশ)

=> যে Clause স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে,তাকে Principal Clause বলে।এই জাতীয় clause এর একটি Subject ও একটি Predicate থাকে।

যেমনঃ-

  Saira killed Hasan (সায়রা হাসানকে হত্যা করেছিল)

  You are an honest man (আপনি একজন সৎলোক)

বাক্যদ্বয়ে উদ্দেশ্য ও বিধেয় বিদ্যমান এবং একটি পূর্ণার্থ প্রকাশ করেছে বলে এরা Principal Clause.

তাছাড়া principal clause এর সবচেয়ে বড় বৈশিষ্ট হলো---এই clause কে মূল  Sentence টি থেকে আলাদা করে লিখলেও একটি স্বাধীন বাক্য হিসেবে নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম।

যেমনঃ-

  I have a cow which is red.

এখানে, 

I have a cow (আমার একটি গরু আছে) হলো Principal clause.

কারণ এটিকে বাক্যটি থেকে আলাদা করে লিখলেও এর নিজস্ব অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়।



Subordinate clause (পরাধীন বাক্যাংশ)

=> যে বাক্যের অর্থ থাকা সত্ত্বেও স্বয়ং সম্পূর্ণ নয় বা অর্থ প্রকাশকালে অন্য বাক্যের  উপর নির্ভর করতে হয়,তাকে subordinate clause বা অধীন বাক্যাংশ বলে।

যেমনঃ-
 
  The boy who came here is my brother.

এই বাক্যের দুটি অংশ ----The boy is my brother(বালকটি আমার ভাই)- এটা পূর্ণ অর্থ জ্ঞাপন করছে।দ্বিতীয় অংশ হল--who came here(যে এখানে এসেছিল)--এটার অর্থ থাকা সত্ত্বেও পূর্ণ অর্থ জ্ঞাপন করছে না।

পূর্ণ অর্থ জ্ঞাপনের জন্যে প্রথম বাক্যের উপর নির্ভর করছে।


তাই এই দ্বিতীয়াংশই হল, Subordinate clause.



Co-ordinate Clause (মিশ্রিত বাক্যাংশ)

=> যখন দুই বা ততোধিক সমশ্রেণীর clause কোন co-ordinating conjunction দ্বারা যুক্ত হয়, তখন তাদেরকে বলে co-ordinate clause।

যেমনঃ-

   The night was dark and the way was long.

বাক্যটিতে, দুটো clause রয়েছে। একটি the night was dark, অন্যটি the way was long. অর্থের দিক দিয়ে এদের প্রত্যেকটি স্বয়ং সম্পূর্ণ। 

Sentence টিতে এরা আলাদা হয়ে ব্যবহৃত হতে পারে।কোনটি কোনটির উপর নির্ভরশীল নয়।

তাছাড়া এখানে 'and' হচ্ছে Co-ordinating conjunction.


ব্যবহারভেদে Subordinate Clause কে তিন ভাগে ভাগ করা যায়।

যথাঃ-

1. Noun clause
2. Adjective clause
3. Adverb clause

Noun clause :- যে clause বাক্যে ব্যবহৃত হয়ে noun এর কাজ করে,তাকে  noun clause বলে।

যেমনঃ-

That he has done this is known to me.
He says that he went there.


এখানে, that he has done this ও thar he went there হচ্ছে Noun clause.


Adjective clause :- যে clause বাক্যে adjective এর কাজ করে,তাকে adjective clause বলে।

যেমনঃ-

This is the man who came here last night.
I know the boy who called your name.

এখানে,who came here last night ও who called your name হচ্ছে Adjective clause.

Adverb clause :- যেসব clause বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর কাজ করে তাদেরকে adverbial clause বা adverb clause বলে।

যেমনঃ-

Wait until I come.
Stay where you are.

Walk slowly lest you should fall.

Noun Clause- কে Identify করার Short techniques,

Be verb (is, was)এর immediate আগে বা পরে Preposition ও transitive verb- এর immediate পরে যে clause থাকে তাকে Noun clause বলে।

প্রমাণঃ-

That she left her husband is known to all
এটি be verb (is)- এর আগে আছে। তাই এটি Noun clause.

My belief is that hard work brings success.

এটি be verb- এর পরে আছে তাই এটি Noun Clause.

We do not understand how long she wants to remain unmarried.

(এখানে Understand verb- টি Transitive Verb। ফলে এর পরে clause- Noun clause.)

There is no point in what my friend suggested to me.

(এটি preposition এর পরে আছে।সুতারাং এটি একটি noun clause)

More examples on Noun Clause:

a. I heard what he had said.
b. When he will go is not known.
c. I know where he lives and what he does.
d. Why he said so is a mystery.
e. That he is intelligent is admitted by all.
f. The girl asked me if I had seen her father.
g. The report that he is dead is false.


Adjetive Clause- কে  Identify করার Easy techniques


Adjective clause সবসময় noun- এর পরে বসে ঐ Noun- কে qualify করে অর্থাৎ পূর্বে Noun না থাকলে কখনও adjective clause হতে পারে না।

যেমনঃ- 

I don't know the reason why Sultana disliked me.

ব্যাখ্যাঃ- উপরিউক্ত  example- এ clause (why Sultana disliked

me)- টি reason- কে qualify করে। ফলে clause- টি হলাে Adjective clause।


Adverb clause কে Identify করার Technique


যে clause বাক্যের শুরুতে থাকে,তাদেরকে Adverb clause বলে।

Where বা when যদি clause- এর শুরুতে থাকে এবং তাদের আগে যদি যথাক্রমে স্হান (place) বা সময়(time) জ্ঞাপক শব্দ থাকে,তবে clause-টি adjective clause. এমনটি না হলে clause টি Adverb cluse।


যেমনঃ- a. The day when he was born is his birthday.

ব্যাখ্যাঃ-  when-এর আগের শব্দটি এবং সময় জ্ঞাপক। এই জন্য clause টি adjective clause।

b. They left the shop, when we reached there.

ব্যাখ্যাঃ- এখানে when- এর আগে শব্দটি  noun হলে ও তা সময় জ্ঞাপক নয় বলে clause টি adverb clause।

c. This is the house where we lived in.

ব্যাখ্যাঃ- এখানে where- এর আগের শব্দটি স্হান বলে clause টি adjective clause।

d. We stayed where the corpse was mined down.

ব্যাখ্যাঃ- এখানে ওহেরে-এর আগে কোন স্হান জ্ঞাপক noun নেই বলে clause- টি adverb clause।

How বা if দিয়ে আরম্ভ হওয়া কোন clause- যদি it দিয়ে replace করা।

হলে বাক্যটি একটি পূর্ণাঙ্গ বাক্য হিসাবে কাজ করতে পারে, তবে তা noun clause; অন্যথায় তা adverb clause.


যেমনঃ- a. How he got of it is still a mystery.

= (It is a mystery বাক্যটি সঠিক । তাই clause-টি noun clause)


b. Do it how like.


(=Do it it বাক্যটি সঠিক নয় । তাই clause-টি adverb clause.)


c. If he comes, I'll go.


(It Ill go- বাক্যটি সঠিক নয়। তাই clause- টি adverb clause.)


d. He asked if I liked him:


(=He asked it বাক্যটি সঠিক। তাই clause-টি Noun clause)


এইবার অনেক বড় হয়ে গেলো Article, কারণ TS লেখার সময় সম্পূর্ণ লিখেই শেষ করে কেউ বুঝবে না বুঝবে তা চিন্তা করেনা। 

যাই হোক, দু-একবার করে পড়ে নিলে অবশ্যই মনে রাখতে পারবেন।

Grammar এর সবচেয়ে কঠিন Part এর মধ্যে একটি হলো এই Clause নামক Chapter টি।

যতটুকু সহজে পারি বুঝানোর চেষ্টা করেছি আমরা। 

আশা করি ভালো লেগেছে,
ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিন নিচে থাকা সোস্যাল মিডিয়ার আইকন সিলেক্ট করে।

কৃতজ্ঞতা প্রকশ করছি।


   Written by,
My assistant 'TS'
 (Co-Director)
 AK Academy                

Post a Comment

1 Comments