Voice (বাচ্য)
=> কোন Sentence-এ Subject সক্রিয় থেকে যদি কোন কার্য সম্পাদন করে তা প্রকাশ করতে কিংবা Subject নিষ্ক্রিয় থেকে অপর (Object) কর্তৃক কৃতকার্যের ফল ভােগ করে তা বােঝাতে Verb-এর যে ভিন্ন ভিন্ন রূপ ব্যবহৃত হয় তাকে Voice বা বাচ্য বলে।
* Voice is the form of the verb in the sentence that shows whether the subject acts or is acted upon.
Note :- Voice (Passive) হওয়ার জন্য অবশ্যই একটি Object লাগবে, আর আমরা জানি Object থাকে Transitive Verb এর, কাজেই Transitive Verb এরই Voice হয়।
সহজ ভাষায় বলি,
Voice মানে হলো কাজের অবস্থা, কাজটি ঘটার ধরণ। অর্থাৎ কোন ঢং-এ কাজটি বাক্যে প্রকাশিত হয়েছে। মানে একটা কাজকে কেউ করতেছে নাকি কাউকে দিয়ে হচ্ছে এরকম বলা।
একটা কাজ হওয়ার জন্য অবশ্যই একটা কর্তা বা Subject থাকতে হবে আর কাজ টি যার ওপর করবে এমন একটা কর্ম বা Object থাকতে হবে, আর সেই Subject টিকে প্রাধান্য দিয়ে অথবা Object কে প্রাধান্য দিয়ে Transitive Verb এর অবস্থা টাই হলো Voice.
=> যেমন
Mina eats rice.
I sing a song.
I sing a song.
এ Sentence দুটিতে Mina ও I দুটি Subject, এরা সক্রিয়ভাবে Verb-এর কাজ সম্পাদন করছে।
আবার বাক্য দুটিকে যদি এভাবে লেখা হয়,
Rice is eaten by Mina.
A song is sung by me.
A song is sung by me.
এ বাক্য দুটিতে Rice ও A song মূলত নিষ্ক্রিয়। যদিও উপরের বাক্য দুটির ভাবগত অর্থ নিচের এ বাক্য দুটির ভাবগত অর্থের একই রূপ। অর্থাৎ এরা Objects হয়েও বাক্যে প্রাধান্য টা পাচ্ছে।
Kinds of Voice (প্রকারভেদ)
Voice দুই প্রকার।
যথাঃ-
(1) Active Voice (কর্তৃবাচ্য)
(2) Passive Voice (কর্মবাচ্য)
(2) Passive Voice (কর্মবাচ্য)
(1) Active voice :- যে Voice দ্বারা বা Verb এর যে রূপ-দ্বারা Subject নিজে কাজ সম্পন্ন করে এরূপ বুঝায় তাকে Active Voice বা কর্তৃবাচ্য বলে।
যেমনঃ-
Raisa did the sum.
He wanted the book.
I eat mango.
He wanted the book.
I eat mango.
এক কথায় Subject যখন প্রাধান্য পায়, এখানে Raisa, He, I এরা প্রাধান্য পেয়েছে।
(2) Passive voice :- Sentence এর subject যখন নিষ্ক্রিয় থাকে এবং অন্যের কাজ তার উপর আরােপ করা হয়, তখন Verb-এর যে রূপ হয়, তাকে passive voice বা কর্মবাচ্য বলে।
যেমনঃ-
The sum was done by Raisa.
The book was wanted by him.
A mango is eaten by me.
The book was wanted by him.
A mango is eaten by me.
অর্থাৎ এক কথায় যখন কর্ম Objects প্রাধান্য পায়, এখানে The sum, The book, A mango এগুলো প্রাধান্য পেয়েছে Verb গুলোর উপর।
নিচের বাক্যগুলো লক্ষ্য কর
A অংশ :-
(i) She drinks water.
(ii) I love my country.
(iii) We do the work.
(ii) I love my country.
(iii) We do the work.
B অংশ :-
(i) Water is drunk by her.
(ii) My country is loved by me.
(iii) The work is done by us.
(ii) My country is loved by me.
(iii) The work is done by us.
উপরের A-অংশে উল্লিখিত Sentence তিনটিতে She, I ও We হল Subject এবং বাক্য তিনটিতে এরা সক্রিয়।তাই A অংশের sentence গুলো Active Voice.
আবার, B অংশে উল্লিখিত Sentence তিনটিতে আপাতদৃষ্টে Water, My country ও The work এগুলাে Subject হলেও প্রকৃতপক্ষে এরা নিষ্ক্রিয়।
এরা যথাক্রমে drunk, loved ও done এসব verb-এর কার্যের ফল ভােগ করছে। তাই B অংশের sentence গুলো Passive Voice.
Why we need Voice
(কেন আমাদের Voice প্রয়োজন)
আমরা ছোটকাল থেকেই Voice পড়ে এসেছি, কিন্তু আমরা জানিই না যে এগুলো আমরা শিখিই বা কেন।
আসলে এটা না জানার কারণেই আমরা ইংরেজিতে দূর্বল।
আমরা ইংরেজি শিখিনা, শিখি গ্রামার Grammar.
যাই হোক, Voice আমরা শিখি ইংরেজি বাক্যকে সুন্দর করার জন্য, অথবা অজ্ঞাত কর্তা ওয়ালা বাক্যকে বোধগম্য করার জন্য,
উদাহরণ দিলেই বুঝবেন,
i. Nowadays people eat mangoes in our country.
এই বাক্যের অর্থ হলো, আজকাল আমাদের দেশের মানুষেরা আম খাচ্ছে।
ii. Nowadays mangoes are eaten in our country. (Passive)
এই বাক্যের অর্থ হলো, আজকাল আমাদের দেশে আম খাওয়া হচ্ছে।
* এখন Common Sense কাজে লাগিয়ে আপনারাই বলুন, এখানে কোন বাক্যটা আপনাদের কাছে শ্রুতিমধুর লাগছে, অবশ্যই ২য় বাক্যটাই,
যেটি Passive Voice এর সাহায্যেই এমন রুপ পেয়েছে। তাহলে আমরা বুঝলাম বাক্যের সুন্দর রুপ গঠনে Voice এর ব্যবহার।
আবার দেখুন,
i. Someone broke the cup.
এই বাক্যের অর্থ হলো, কেউ এই কাপটি ভেঙে ফেলেছে।
ii. The cup was broken. (Passive)
এই বাক্যের অর্থ হলো, কেউ এই কাপটি ভেঙে ফেলেছে।
আসলে এই কাপটা কে ভেঙেছে তা কেউ জানেনা, অর্থাৎ কর্তা Subject হলো অজ্ঞাত। এরকম অজ্ঞাত Subject ওয়ালা বাক্য বোধগম্য বা বুঝার মতো করার জন্যই Passive Voice এর ব্যবহার।
এই ব্লগে Voice এর পরিচিতি দিলাম মাত্র,
পরবর্তী ব্লগে তার পরিবর্তন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, এটা মূলত লিখেছে TS, আমি তার লেখা গুলো আরেকটু সাজিয়ে অলংকৃত করেছি।
আপনাদের সামান্য কিছু ও যদি নতুন শেখাতে পারি, আমাদেরও সামান্য সাহায্য করার জন্য আপনাদের কাছে অনুরোধ, নিচে থাকা সোস্যাল মিডিয়ার আইকন ক্লিক করে একটিবার শেয়ার করে দেন।
এতক্ষণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Written by,
My assistant 'TS'
(Co-director)
AK Academy
My assistant 'TS'
(Co-director)
AK Academy
0 Comments