কী অবস্থা সবার?
শেষই হচ্ছেনা তাইনা? এই One Word Substitution গুলো!
শেষই হচ্ছেনা তাইনা? এই One Word Substitution গুলো!
চিন্তা নেই, আজই শেষ হবে।
এইবারের টা শেষের টা। তাহলে আর কথা না বাড়িয়ে শেষের পড়া শুরু করা যাক।
এইবারের টা শেষের টা। তাহলে আর কথা না বাড়িয়ে শেষের পড়া শুরু করা যাক।
তার আগে একটা ছোট্ট কথা দুঃখের সাথে বলতে হচ্ছে যে দু -একটা শব্দের বাংলা অর্থ অভিধানে নেই। তাই তার ইংরেজিটাই বুঝে নিতে হবে।
আর আপনি যেহেতু One Word Substitution এর মতো Part পড়ার জন্য এসেছেন তাহলে আমার বিশ্বাস আপনি ইংরেজিতে অনেক পটু। তাই সহজেই তা বুঝবেন।
আর আপনি যেহেতু One Word Substitution এর মতো Part পড়ার জন্য এসেছেন তাহলে আমার বিশ্বাস আপনি ইংরেজিতে অনেক পটু। তাই সহজেই তা বুঝবেন।
চলেন শুরু করি,
Level - 9
is about Study.
is about Study.
* Study of religion = Theology (ধর্মতত্ত্ব)
* Study of heredity = Genetics (বংশগতির বিজ্ঞান)
* Study of bees = Apiology (মৌমাছি পালন বিদ্যা)
* Study of birds = Ornithology (পক্ষীবিজ্ঞান)
* Study of human development = Anthropology (নৃ-বিজ্ঞান; নরবিজ্ঞান)
* Study of the influence of planets and stars = Astrology (জ্যোতিষ শাস্ত্র)
* Study of medicine for women = Gynecology/Gynaecology (স্ত্রীরােগ ও প্রসূতিবিজ্ঞান)
* Scientific study of bodily diseases = Pathology (রােগবিজ্ঞান)
* Scientific study of bodily diseases = Pathology (রােগবিজ্ঞান)
* Study of living things = Biology (জীববিদ্যা)
* Study of languages = Philology (ভাষাবিজ্ঞান)
* Study of medicine for children and their diseases =
Paediatrics/Pediatrics (শিশুরোগ চিকিৎসা)
Paediatrics/Pediatrics (শিশুরোগ চিকিৎসা)
* Study of skin/skin diseases = Dermatology (ত্বক-বিজ্ঞানী)
* Study of science of insect = Entomology (কীটতত্ত্ব)
* Study of earth and rocks = Geology (ভূতত্ত্ববিদ্যা)
* Study of animals = Zoology (প্রাণীবিদ্যা)
* Study of liver = Hepatology ()
* Study of broken bones = Orthopaedics (অস্থি চিকিৎসাবিদ)
* Study of heart/heart diseases = Cardiology (হৃদবিজ্ঞান)
* Study of weather = Meterology (আবহাওয়া বিজ্ঞান)
* Study of nerves = Neurology (স্নায়ুবিদ্যা; স্নায়ুবিজ্ঞান)
* Study of eyes = Ophthalmology (চক্ষুবিজ্ঞান)
* Study of mouth and its diseases = Stomatology
* Study of cancer = Oncology ()
* Study of bones = Osteology (অস্থিবিজ্ঞান)
Level - 10
is about Religion.
* Study of religion = Theology(ধর্মতত্ত্ব)
* One who believes in God = Theist (আস্তিক)
* One who believes in many Gods = Polytheist (বহু ঈশ্বরবাদী)
* One who journeys to a holy place = Pilgrim (তীর্থযাত্রী)
* One who doesn't believe in God = Atheist (নাস্তিক)
* One who believes in one God = Monotheist (একেশ্বরবাদী)
Level - 11
is about Miscellaneous.
* Without life = inanimate(জড়)
* That which lives on another = parasite(পরজীবী)
* That which cannot be explained = inexplicable(ব্যাখ্যাতীত)
* Bad beyond correction or reform = incorrigible(অসংশােধনীয়)
* That which is placed at the beginning = initial(প্রারম্ভিক)
* That which cannot be satisfied = insatiable(অতিলােভী)
* Stealing from the writing of another = plagiarism(রচনাচুরি)
* An estate inherited from ancestors = patrimony(পৈতৃক সম্পত্তি)
* An expression that admits of double meaning = ambiguous (দ্ব্যর্থক)
* A speech or writing too full of words = verbose(শব্দবহুল)
* Easy of approach = accessible (প্রবেশযােগ্য)
* Partly open = ajar(আংশিক খােলা)
* A post which is without any remuneration = honorary(অবৈতনিক)
* Not bearing the name of a writer = Anonymous (নামবিহীন)
* Of the same kind = homogeneous (সম জাতীয়)
* That cannot be put into practice = impracticable(দুঃসাধ্য)
* The concluding part of a drama or a literary work = Epilogue (সাহিত্যকর্মের সমাপ্তি অংশ)
* That can not be over come = impregnable (দূ্র্জয়)
* Contrary to law = illegal (অবৈধ)
* Written by hand = manuscript(পাণ্ডুলিপি)
* Liable to be easily broken = Brittle (ভঙ্গুর)
* At the same time = simultaneous (যুগপৎ)
* Beyond the power of nature = Supernatural (অতিপ্রাকৃত)
* A speech or writing too full of words = verbose (শব্দবহুল)
* The right of self-government = Autonomy (স্বশাসন)
* Undue favor shown by a person in power to his relatives = Nepotism (স্বজনপ্রীতি)
* A medicine which kills germs = Antibiotics (জীবানু-প্রতিরোধী)
অবশেষে শেষ হলো আমাদের One Word Substitution,
যে কোনো পরিক্ষা হোক নাই কেননা মনে হয় এর বাইরে কোনো একটি One Word Substitution আসতে পারে বলে আমাদের মনে হয়না।
যে কোনো পরিক্ষা হোক নাই কেননা মনে হয় এর বাইরে কোনো একটি One Word Substitution আসতে পারে বলে আমাদের মনে হয়না।
এগুলো পড়লেই হয়ে যাবে পরিপূর্ণ প্রস্তুতি।
আবারও ধন্যবাদ জানাই TS কে এগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য।
যদি শেষবার এসে হলেও শেয়ার করতে মন চায় তবে,
নিচে দেখেন কিছু সোস্যাল মিডিয়ার আইকন আছে। তাতে ক্লিক করে শেয়ার করে দিবেন।
নিচে দেখেন কিছু সোস্যাল মিডিয়ার আইকন আছে। তাতে ক্লিক করে শেয়ার করে দিবেন।
এতক্ষণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Collected by,
My Assistant 'TS'
(Co-director)
AK Academy
My Assistant 'TS'
(Co-director)
AK Academy
0 Comments