Quasi-Passive Verb ও Interrogative Sentence এর Voice উদাহরণসহ বিস্তারিত।



Part 1,

Passive Voice of the Quasi-passive verbs

গত ব্লগে আমরা জেনেছি Voice এর Basics ও প্রাথমিক Transformations গুলো, এই ব্লগে নিয়ে আসলাম Voice এর আরো কিছু Rare নিয়মাবলি, যা জানা অবশ্যই প্রয়োজন।

তাহলে শুরু করা যাক,

তবে তার আগে জেনে রাখা উচিত,

Quasi-Passive মানে হল Half Active ও Half Passive

(অবশ্যই এগুলো আমি Part Of Speech এর Verb নামক Part এ সংযোজন করবো, তখন তা একদম সহজ হয়ে যাবে, বুঝতে আর বাকি থাকবেনা।)

Quasi-passive verb দুই ধরণের।

যথাঃ

১. Complement বিশিষ্ট
২. Complement বিহীন

 যেমনঃ-

 Rice sells cheap (চাল সস্তা বিক্রি হচ্ছে।)

বাক্যটিতে Quasi-Passive Verb হল sells কিন্তু এর অর্থকে পরিপূর্ণতা দেয়ার জন্য cheap শব্দটির প্রয়ােজন হয়েছে। এটি হল complement,

Note :- Passive Voice এ এই Complement অপরিবর্তিত থাকে।

আবার,

The house is building (বাড়িটি তৈরি হচ্ছে।)
এখানে Quasi-passive Verb হল Building এবং এর কোন Complement নেই।

=> Complement বিশিষ্ট Quasi-passive Verb কে Passive বাক্যে পরিবর্তনের গঠনঃ

Passive : Subject + be-verb + complement + when(if) + it/they + be verb + Verb (past participle)

example : 

Active : The stories read well.
Passive : The stories are well when/if they are read.
Active : Iron feels hard.
Passive : Iron is hard when/if it is felt.

=> আবার complement বিহীন Quasi-passive verb কে passive বাক্যে পরিবর্তনের গঠনঃ

Passive : Subject + be verb + being + Verb(past participle)

example :

Active : The book is printing.
Passive : The book us being printed.
Active : The drums are beating.
Passive : The drums are being beaten.
Note :- Quasi-passive verb যে বাক্যে থাকে তার active-এবং passive উভয় form এর subject-একই থাকে।

Part 2,

Passive Voice of Interrogative Sentences

গঠন :- 

সর্বপ্রথমে মনে মনে Interrogative বাক্যটির Assertive রূপ করতে হবে + উক্ত Assertive বাক্যটির নিয়মানুসারে Passive এ পরিবর্তন করতে হবে + ঐ Passive বাক্যে প্রদত্ত Auxiliary verb টিকে বাক্যে Subject-এর আগে নিয়ে আসতে হবে।
Note :- একাধিক Audliary verb থাকলে ১ম টি বাক্যে Subject-এর আগে বসে।

example:

Active : Has the lady rebuked them?
Assertive :The lady has rebuked them.
Passive of Assertive : They have been rebuked by the lady.
Passive : Have they been rebuked by the lady?

=>  Interrogative বাক্যের শুরুতে Do/Does থাকলে Passive বাক্যের প্রথমে কর্তানুসারে am/is/are বসে এবং did থাকলে বাক্যের প্রথমে কর্তানুসারে was/were বসে।

Examples:

Active : Does he do his duties regularly?
Passive : Are his duties done regularly by him?
Active : Did you help the girl?
Passive : Was the girl helped by you?

=> Interrogative বাক্যের শুরুতে whom থাকলে এর পরিবর্তে Passive বাক্যের শুরুতে who বসে।
গঠন : Who + verb 'to be' + main verb(Past Participle) +বাকি অংশ(যদি থাকে) + by + object + ?

Examples:

Active : Whom does he love?
Passive : Who is loved by him?
Active : Whom was she talking to?
Passive : Who was being talked to by her?
=> Interrogative বাক্যের শুরুতে who থাকলে এর পরিবর্তে ঐ স্থানে Passive বাক্যের প্রথমে By
whom বসে।

গঠন :-

By whom + verb 'to be' + Subject + 'be verb' এর পরের অংশ(যদি থাকে) + main verb(past participle) + বাকি অংশ(যদি থাকে) + ? 

example : 

Active : Who dis it?
Passive : By whom was it done?
Active : Who has disturbed you againt your will?
Passive: By whom have you been disturbed  against your will?

আশা করি বুঝতে পেরেছেন, 

আপনি যদি প্রথমবারেই এই ব্লগ অথবা Voice এ চলে আসেন তাহলে বুঝতে একটু কঠিন হবে,

এর পূর্ববর্তী আরো তিনটি ব্লগ আছে যা না পড়লে Voice কিছুই বুঝবেন না, 
তার লিংক আমি আপনার সুবিধার জন্য দিলাম,

First one :-


Second one :-


Third one :-


আপনাদের জন্য শুভকামনা, পরবর্তীতে আরো কিছু নিয়মাবলি প্রদান করা হবে Voice এর উপর, তার অপেক্ষায় থাকবেন।

যদি শেয়ার করে থাকেন তবে,
অসংখ্য ধন্যবাদ,

From,
AK Academy

Post a Comment

0 Comments