Case (কারক)
Definition :- Case is the relation of nouns or pronouns (or noun equivalents) with some other words in a sentence.
অর্থাৎ,
Case (কারক) হল sentence-এর মধ্যে noun, pronoun বা noun-স্থানীয় কোন শব্দগুচ্ছের সাথে ঐ Sentence-এর অন্যান্য Word এর সাথে যে সম্পর্ক তাই।
Clarification with examples.
উদাহরণসহ ব্যাখ্যা,
ব্যাপারটি অতি সহজে বােঝা যাক। মনে কর একটি বাক্য-- he eats his own mango (সে তার নিজের আম খায়।) প্রথমে আমরা দেখি এখানে noun এবং pronoun কোন কোনটি।
উপরের বাক্যে noun হল mango, pronoun হল He ও His, অন্য একটি word 'eats'---হল verb।
তাহলে He এর সাথে সম্পর্ক আছে eats এর।আর His এর সাথে সম্পর্ক আছে mango এর।
কারণ, সে খায়। কে খায়? উত্তর হল ‘সে'। অর্থাৎ, ‘সে’ (He) এর প্রধান সম্পর্ক ‘খায়’(eats) এর সাথে।
আবার--তার আম। কার আম? উত্তর হল তার। অন্য কারাে নয়। তাহলে তার(his) এর সাথে প্রথম ও প্রধান সম্পর্ক হল আম (mango) এর।
আবার সে কি খায়? উত্তর হল আম(mango) খায় (eats)। তাহলে দেখা যাচ্ছে eats এর সাথে mango এরও সম্পর্ক আছে। mango না থাকলে eating করা যেত?
Elaborate Discussion,
Rahim is running in the sun. (Rahim=Subject)
Father gave his son advice. (son=Indirect object)
O Karim, do not run in the sun. (O Karim=Address)
Rahim sat by Karim. (sat by karim=Prepositional object)
Father advised his son. (son=Direct object)
Rahim's brother was with him. (Rahim's=Possessive)
উল্লেখ্য যে,
উপরের Sentence-গুলােতে noun গুলাে বিভিন্ন Sentence- এ বিভিন্ন word-এর সাথে সম্পর্ক নির্ণয়ে ব্যবহৃত হয়েছে।
*প্রথম Sentence এ Rahim টি Subject অর্থাৎ Nominative Case রূপে,
*দ্বিতীয় Sentence-এ ও Karim টি Nominative of address বুঝাতে Vocative Case রূপে,
*তৃতীয় ও চতুর্থ Sentence-এ son এবং পঞ্চম Sentence-এ Karim টি object অর্থাৎ Objective Case রূপে ব্যবহৃত হয়েছে।
*ষষ্ঠ Sentence-এ Rahim Possession (অধিকার) বা Relation (সম্বন্ধ) বুঝাতে Possessive বা Genitive Case রূপে ব্যবহৃত হয়েছে। এই সম্পর্ককেই ইংরেজিতে Case (কারক) বলে।
অতএব, Sentence-এর মধ্যে verb-এর সাথে Noun, Pronoun ও অন্যান্য Word-এর সম্বন্ধকে Case বলে।
Kinds of Case,
ইংরেজিতে Case প্রধানত চার প্রকার,
1. Nominative Case (কর্তৃ কারক)
2. Objective Case (কর্ম কারক)
3. Posssessive or Genitive Case (সম্বন্ধ পদ)
4. Vocative Case or Nominative Case of Address (সম্বােধন পদ)।
2. Objective Case (কর্ম কারক)
3. Posssessive or Genitive Case (সম্বন্ধ পদ)
4. Vocative Case or Nominative Case of Address (সম্বােধন পদ)।
বি.দ্র. Possessive or Genitive Case ছাড়া অন্যান্য Case-এ Noun-এর রূপের কোন পরিবর্তন হয় না।
Possessive or Genitive Case-এর Noun-এর শেষে apostrophe ও s('s) যােগ হয়।
তবে সব Case এই Pronoun গুলাে পরিবর্তন সাধন করে।
নিচে এর একটি নমুনা দেয়া হল,
Singular (একবচন)
Nominative: I (আমি)
Objective : Me (আমাকে)
Possessive : My, Mine (আমার)
Nominative : Thou (তুই), You (তুমি), Thee (তােকে), You (তােমাকে)
Objective : Thy, Thine (তোর)
Possessive : Your, yours (তােমার)
Nominative : He (সে পুং) She (সে স্ত্রী) It (এটা)
Objective : Him (তাকে পুং) Her (তাকে স্ত্রী) It (একে)
Possessive : His (তার, পুং) Her, Her's (তার স্ত্রী) Its (এর)
Plural (বহুবচন)
Nominative : We (আমরা)
Objective : Us (আমাদেরকে)
Possessive : Our, Ours (আমাদের)
Nominative : Your (তােমরা)You (তোদেরকে) , (তােমাদেরকে)
Possessive : your, yours (তােদের, তােমাদের)
Nominative : They (তারা, এরা)
Objective : Them (তাদেরকে, এদেরকে)
Possessive : Their, Theirs (তাদের, এদের)
Nominative Case (কতৃকারক)
The girl looks as beautiful as a fairy.
The provision has run short.
Rahim reads in class IX.
The provision has run short.
Rahim reads in class IX.
প্রথম Sentence-এ who looks as beautiful as a fairy?-এ প্রশ্ন করলে তার উত্তর হয় girl অর্থাৎ এ noun টি Look Verb এর কাজ নিষ্পন্ন করেছে। এই Sentence-এ girl noun টি Subject বা Nominative.
অনুরূপ দ্বিতীয় ও তৃতীয় Sentence-এ Rahim ও The provision যথাক্রমে Read ও has এ verb দুটির SUBJECT বা Nominative এবং এদের Nominative Case হয়েছে।
কোন Noun বা Pronoun যখন কোন Sentence-এ Verb-এর কাজ নিষ্পন্ন করে, তখন তাকে সেই Verb-এর Subject বা Nominative বলে এবং তার Nominative Case হয়।
(When a Noun or a Pronoun is the Subject of a verb, it is said to be in the Nominative)
নির্ণয় করার পদ্ধতি।
Nominative case নির্ণয় করতে হলে verb এর আগে Who বা What বসিয়ে প্রশ্ন করতে হয়।তা উত্তরে যে Noun বা Pronoun পাওয়া যায়, সেটাই Subject বা Nominative হয়।
যেমন,
Who looks as beautiful as a fairy? girl (Nominative)
Who reads in class IX? Rahim(Nominative)
What has run short? Provision(Nominative)
Objective Case(কর্মকারক)
The cow draws the plough.
We reached the station.
My brother knows English.
My brother knows English.
প্রথম Sentence এ Draw-এর verbটি নিয়ে যদি প্রশ্ন করা হয় 'কি টানে'তা হলে উত্তর পাওয়া যাবে plough দ্বিতীয় Sentence-এ knows এ verbটি নিয়ে যদি প্রশ্ন করা হয় 'কি জানে' তা হলে উত্তর পাওয়া যাবে English.
এরূপে কোন Verb-কে নিয়ে 'কাকে?' বা 'কি?'প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই verb-এ object(কর্ম) এবং তার object case হয়।
প্রথম ও দ্বিতীয় Sentence এ plough ও English যথাক্রমে draw ও know এ verb দুটোর object এবং এদের objective case হয়েছে।
ইংরেজিতে Preposition-এর পরে object ব্যবহৃত হয়ে থাকে। অতএব, যে Noun বা Pronoun কোন verb বা Preposition-এর object হয়; তার objective Case হয়।
(A noun or pronoun which is the object of a verb or of a preposition, is said to be in the
objective case.)
objective case.)
Kinds of Objective Case
Objective Case দুই প্রকারঃ-
(i) Accusative case
(ii) Dative case.
(ii) Dative case.
Possessive or Genitive Case (সম্বন্ধ পদ)
This is Ahir's pen.
Pen এই Noun টির সাথে Ahir এই Noun-এর Possession অর্থাৎ অধিকারের সম্পর্ক রয়েছে তা বুঝাবার।
জন্যে এ Noun টি Ahir's (আহিরের) হয়েছে। সে জন্য Ahir's এ Nounটির Possessive Case হয়েছে।
অতএব যে Noun বা Pronoun কোন ব্যক্তি বা বস্তুর সাথে সম্বন্ধ প্রকাশ করে, তাকে Possessive Case বলে।
Noun-এর সাথে apostrophe ও s ('s) যােগ করে Possessive Case গঠন করা হয়। Possessive Case
সাধারণত Possession অর্থাৎ অধিকারের সম্পর্ক বুঝায়। Pen-এ Nounটির সাথে Anwar-এর Possession অর্থাৎ অধিকারের সম্পর্ক রয়েছে বলে Anwar-এর Possessive Case হয়েছে।
সাধারণত Possession অর্থাৎ অধিকারের সম্পর্ক বুঝায়। Pen-এ Nounটির সাথে Anwar-এর Possession অর্থাৎ অধিকারের সম্পর্ক রয়েছে বলে Anwar-এর Possessive Case হয়েছে।
আবার,
Anwar's father is a trader.
He is Rahim's brother.
He is Rahim's brother.
এ Sentence দুটিতে father ও brother-এর সাথে যথাক্রমে Anwar's ও Rahim's-এর Possession
অর্থাৎ অধিকারের সম্পর্ক নেই। অন্য রকমের সম্পর্ক রয়েছে তা বুঝাচ্ছে। এখানে Possession অর্থাৎ অধিকারের সম্পর্ক না বুঝিয়ে অন্য সম্পর্ক রয়েছে তা বুঝাচ্ছে বলে Anwar's ও Rahim's-এর Genitive Case হয়েছে।
অর্থাৎ অধিকারের সম্পর্ক নেই। অন্য রকমের সম্পর্ক রয়েছে তা বুঝাচ্ছে। এখানে Possession অর্থাৎ অধিকারের সম্পর্ক না বুঝিয়ে অন্য সম্পর্ক রয়েছে তা বুঝাচ্ছে বলে Anwar's ও Rahim's-এর Genitive Case হয়েছে।
অতএব Possession বা অধিকারের সম্পর্ক না বুঝিয়ে যখন অন্য রকমের সম্পর্ক রয়েছে তা বুঝায়, তখন Genitive Case হয়।
Vocative case (সম্বোধন পদ)
Listen to me Nero
Come here Babu.
এই Sentence দুটিতে Nero ও babu-কে সম্বোধন করে কোন কিছু বলা হয়েছে। Nero-কে মনােযােগ দিয়ে শোনার জন্য বলা হয়েছে এবং Babu কে আসার জন্য বলা হয়েছে। Nero ও Babu-এর Vocative Case হয়েছে।
অতএব, যাকে সম্বোধন করে কিছু বলা হয়, তাকে Vocative Case বা Nominative Case বা Address বলে।
আশা করি বুঝতে পেরেছেন,
Case হলো Grammar এর অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ, এই অংশ যদি Clear থাকে তাহলে বাক্যে Noun/Pronoun এর ব্যবহার নিয়ে প্রচলিত ভুল থেকে নিজেকে সহজে রক্ষা করা যাবে।
পারলে শেয়ার করে দিয়েন,
যাই হোক এতক্ষণ পর্যন্ত পড়েছেন এই Article টা, শেয়ার যদিও না করেন তাও,
ধন্যবাদ।
Written by,
My assistant 'TS'
(co-director)
AK Academy
0 Comments