Active থেকে Passive এ পরিবর্তনের প্রাথমিক নিয়মাবলি।



আসসালামু আলাইকুম, 

গত ব্লগে আশা করি Voice এর সংজ্ঞা, ব্যবহার ইত্যাদি সম্পর্কে ধারণা পরিপূর্ণ লাভ করেছেন, যেভাবে বলছিলাম ওইভাবে আজ প্রাথমিকভাবে কিভাবে Active To Passive পরিবর্তন করা হয় তার নিয়ম দেখাব।

অবশ্যই এইবার একটু জটিল, 

পড়লে সব সহজ হবে, দু-একবার পড়তে তো হবে। 

এর পরবর্তী ব্লগে Tense এর সকল Structures ও অন্যান্য বাক্য Passive করার নিয়ম শেখাব ইনশাআল্লাহ।

তাহলে শুরু করা যাক আজকের ব্লগ, যেটি TS আর আমি মিলে লিখেছি,

Active voice কে Passive voice এ পরিবর্তনের নিয়মাবলি :

(a) Active Voice-এর Object; Passive Voice-এ Subject হয়।

(b) তারপর উক্ত Subject-এর পরে ঐ Subject ও Active voice Tense অনুসারে Verb 'to be' (are, was, were, being, been, be ইত্যাদি)-এর একটি Form বসে।

(c) এরপর বাক্যের Main/Transitive verb-এর Past Participle Form বসে। অতঃপর বাক্যের বাকি শব্দ থাকলে তা বসবে।

(d) তারপর অধিকাংশ ক্ষেত্রে Preposition 'by' বসে। তবে কোন ক্ষেত্রে Preposition at, in, of, to, with প্রভৃতি বসতে পারে।

(e) সবশেষে, Active voice- এর Subjectটি Passive voice-এর Object হয়।


তাহলে active থেকে passive করার গঠন টি হবে,

Structure(গঠন) :

Sub. (Active বাক্যের Obj- এর Subjective form)  +  verb 'to be' এর একটি form(tense ও sub অনুসারে)  +  মূল verb-এর Past Participle form  +  বাক্যের বাকি শব্দ(যদি থাকে)  +  preposition  +  obj (Active বাক্যের  Sub এর Objective Form)

এবার উদাহরণ এর সাহায্যে বিষয়টি পরিষ্কার করা যাকঃ

Active : I eat a mango.
Passive : A mango is eaten by me.

স্পষ্টই বােঝা যাচ্ছে যে active-এর subject পরিণত হয়েছে passive- এর object-এ (I → me);  active এর object (a mango) পরিণত হয়েছে passive-এর subject-এ।


এবার,

Verb এর দিকে লক্ষ্য কর : Active এর verb (eat) গিয়ে passive-এ be + (p.p.) -এরূপ আকার ধারণ করেছে; অর্থাৎ is (be) + eaten (V p.p.) বা is eaten.

কঠিন লাগে তাইনা?

আচ্ছা, সহজে বলতে গেলে, Subject টি Object হয়ে By এর পরে বসে Object টি Subject হয়ে সামনে বসে হাসে। 

Auxiliary Verb ব্যবহার হবে Tense গঠনে, আর Main Verb টি সবসময় Past Participle Form এ হবে।

I read the book.
The book is read by me.

Book প্রথম বাক্যে Object যা পরবর্তী বাক্যে Subject হয়ে রাজার মতো হাসছে, আর I প্রথম বাক্যে Subject যা পরবর্তী বাক্যে By এর পরে বসছে, Read Verb টি হয়ে গেলো PP Form আর তার প্রতিনিধিত্ব করছে am Verb টি, যা একটি Auxiliary.


Passive voice-কে Active voice-এ পরিবর্তনের নিয়ম :

(a) প্রথমে Passive বাক্যের Object-টি Active বাক্যে Subject হবে। উক্ত Object-এর আগে
Preposition থাকলে বাদ যাবে।

(b) তারপর Passive বাক্যে ব্যবহৃত Verb 'to be' সহ verb-এর Past Participle form তুলে দিতে হবে।

(c) এরপর Sub-এর পরেই tense ও Subject অনুসারে মূল Verb-এর Form বসবে।

(d) তারপর Object (Passive বাক্যের Subjectটির Objective form) বসে। এরপর বাক্যের বাকি শব্দ (যদি থাকে) বসে।

উদাহরণের সাহায্যে দেখা যাকঃ

Passive : The bird was shot by the old sailor.
Active :  The old sailor shot the bird.
Passive : But I was flattered.
Active : But someone flattered me.


Voice পরিবর্তন করতে হলে আমাদেরকে অবশ্যই tense অনুসারে verb 'to be' এর বিভিন্ন রূপ জানতে হবে। 

নিচে tense অনুসারে verb 'to be' এর বিভিন্ন রূপ দেওয়া হলোঃ

বি. দ্র. আরো ক্লিয়ার হতে Tense নামক ব্লগ টি পড়ুন।

Present Tense

(a) Present indefinite = am, is, are
(b) Present continuous = am being, is being, are being
(c) Present perfect = have been, has been

Past Tense :

(i) Past indefinite = was, were
(ii) Past continuous = was being, were being
(ii) Past perfect = had been

Future Tense :

(1) Future indefinite = shall be, will be
(2) Future continuous = shall be being, will be being
(3) Future perfect = shall have been, will have been


N.B (Present/Past/Future Perfect Continuous Tense এর passive বাক্যে ব্যবহার অপ্রচলিত)


From,
AK Academy

Post a Comment

0 Comments