What is Verb and its kinds in Bangla. Verb কাকে বলে কত প্রকার ও কী কী।


Verb (ক্রিয়া)

নিচের বাক্য দুটি পড়েন,

I eat rice (আমি ভাত খাই)
He reads the book (সে বইটি পড়ে)


উপরের দুটি বাক্যে Eat এবং Reads দিয়ে কাজ বুঝাচ্ছে। হুম, আগেই বলেছিলাম এগুলোই হলো Verb.

সুতরাং Verb এর সংজ্ঞা টা নতুন করে আর দিচ্ছিনা। এখন একটু খেয়াল করুন। 

উপরের Verb দুটি কিন্তু বাক্যে তাদের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে সক্ষম হয়েছে।

তা একটু পরিক্ষা করে দেখেন,

I eat (আমি খাই)
He reads (সে পড়ে)

দেখেন, পেছনের অংশ কেটে দিলেও Verb গুলো তাদের নিজেদের অর্থ টা ঠিকই প্রকাশ করছে।

এখন নিচের বাক্য দুটো পড়েন,

I to eat (আমি খেতে)
He to read (সে পড়তে)

এখন কিন্তু To eat আর To read এই দুটো Verb কিন্তু অর্থ প্রকাশ করতে একদমই পারছেনা।

কারো সাহায্য যদি দিই,

I want to eat (আমি খেতে চাই)
He wants to read (সে পড়তে চায়)

এখন Want এই Verb টি এসেই কিন্তু ওই দুই Verb কে তাদের অর্থ প্রকাশ করতে সক্ষম হয়েছে।

তাহলে আমরা দুই রকম Verb পেলাম শুরুতেই,

এই অনুযায়ী আমরা Verb কে,

দুই ভাগে ভাগ করতে পারি।

1. Finite Verb (সমাপিকা ক্রয়া)
2. Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া)

সংজ্ঞা টা দিব? 

আচ্ছা দিয়েই দি, এক কথায় যে Verb কারো সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করে সে Finite আর যে Verb এর অর্থ প্রকাশে অন্য Verb এর সাহায্য লাগে সেই Verb হলো Non-finite Verb.

এখন আরো গভীরে যাই চলেন,

Verb অনেক গুরুত্বপূর্ণ, তাই এই Part এ আমি শুধু Finite Verb নিয়ে আলোচনা করি। Non-finite Verb নিয়ে অন্য কোনো একটা ব্লগে লিখব।

এখন আসা যাক কিছু Finite Verb দেখে নিই,

I am eating rice.
He is playing football.
I will go to school.

এসব বাক্যে am,is,will এসব Verb এর কোনো অর্থ আমরা পাচ্ছিনা, এরা শুধু Eating, Playing, Go এর সামনে বসে এদের এমন অবস্থা করেছে।

তাহলে এখানে মূল Verb হলো Eating, Playing, Go তবে এর আগে বসা Verb গুলো Tense গঠনে সাহায্য করার জন্যই এসেছে।

তাই দুই রকম Finite Verb আবিষ্কার হলো।

1. Principal Verb (মূল ক্রয়া)
2. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)


Principal Verb (মূল ক্রয়া)


এটা নিয়ে বেশি কিছু বলার নাই, এগুলো ওইসব Verb যারা নিজেই বাক্যে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ মূল Verb গুলো।

আর আমরা জানি এইসব Verb এর পরবর্তী কিছু অংশ থাকে বা থাকেনা, যারা যুক্ত হয় এই Verb গুলোর উপর ভর্সা করেই বাক্যে যুক্ত হয় তাদের আমরা অবশ্যই Object বা Complement বলি।


তাহলে ৩ রকমের Principal Verb পেলাম,

1. Transitive Verb (সকর্মক ক্রিয়া)

2. Intransitive Verb (অকর্মক ক্রিয়া)

3. Linking Verb (সংযোজক ক্রিয়া)


এক কথায় সংজ্ঞা গুলো ও বলে দিই।

তা হলো,

* যদি বাক্যে Object বা কর্ম থাকে তাহলে তা Transitive Verb.

বি.দ্র. Object আছে নাকি নাই তা জানার জন্য Verb কে দুটো প্রশ্ন করতে হবে। "কী/কাকে"

যেমন :- I eat rice (আমি ভাত খাই) তাহলে Eat (খাই) Verb টিকে জিজ্ঞাসা করুন কী খাই?

উত্তর আসবে Rice, তাহলে এর Object হলো Rice.


* যদি বাক্যে Object না থাকে Intransitive Verb.
যেমন :- I dance (আমি নাচি)

* যদি বাক্যে Complement থাকে আর Subject ও Complement কে একটি Verb এ যুক্ত করে তাহলে সেই Verb টি Linking Verb.

যেমন :- I am a doctor.

বি.দ্র. Complement হলো Subject এর অন্য পরিচয়।  উপরের বাক্যে I = doctor মানে আমি = ডাক্তার। আমার অন্য পরিচয় ডাক্তার তাহলে Doctor হলো I এর Complement.



Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)


Auxiliary Verb দুই রকম আছে প্রথমত,

1. General Auxiliary (সাধারণ সাহায্যকারী ক্রিয়া)

2. Modal Auxiliarydo প্রকারীয় সাহায্যকারী ক্রিয়া)

প্রথমে জেনে নিন General Auxiliary সম্পর্কে।

এরা সীমিত ও এদের নির্দিষ্ট শক্তি রয়েছে। 

তা হলো ৩ রকমের,

1. To be
2. To do
3. To have


To be verb এর ৮ টা রুপ,

Am,Is,Are - হই, হয়, হও (Present Form)
Am,is (Singular) Are (Plural)
Was,Were - ছিল (Past form)
Was (Singular)
Be - হওয়া (Base Form)
Being - হচ্ছে (Present Participle Form)
Been - হয়েছে (Past Participle Form)

বি.দ্র. এই Verb গুলো কোনো Verb এর আগে আসলেই তার Present Participle Form অর্থাৎ Continuous Form হয়।

অর্থাৎ Continuous Tense গঠন করতে এসব Auxiliary থেকে একটা আনতেই হবে।



To do verb এর ৪ টা রুপ,

Do - করা (Base,Plural,Present form)
Did - করেছে/করেছিল (Past, Past Participle form)
Doing - করতেছে (Present participle)
Does - করে (Singular Form)



To have verb এর ৪ টা রুপ,

Have - আছে/থাকা (Present,Plural,Base Form)
Has - আছে (Singular Form)
Having - নিচ্ছে, পাচ্ছে (Present Participle)
Had - ছিল (Past participle)

বি.দ্র. এসব Auxiliary এর পর Verb আসলে সেই Verb এর Past Participle Form হয়।

সুতরাং Perfect Tense গঠনে এসব Verb থেকে একটি অবশ্যই লাগবে, কারণ Participle Form মানেই Perfect Tense.

তাহলে আমরা জানলাম যে,

To be, To Have

এই ২ প্রকারের verb গুলো ইতিমধ্যে আপনারা জানেন, এদের একটা করে পাওয়ার রয়েছে।


To be verb এর পাওয়ার হলো এই verb এর পর (Active Voice এ) যদি কোনো Principal verb আসে সেই verb টিকে Present Participle (ing form) হয়ে যেতে হয়।


To have verb এর পাওয়ার হলো এই verb এর পর যদি কোনো Principal Verb আসে সেই verb টিকে Past Participle (3rd form) হয়ে যেতে হয়।



এখন আসা যাক Modals এ,

এরা সীমা হীন, এদের মধ্যে কয়েকটি প্রকাশ করলাম,

Shall,Should,Will,Would,Can,Could,May,Might,Must,Need,Dare,Ought to,Used to,Like to 
ইত্যাদি।


বি.দ্র. এদের পর কোনো Verb বসলে তা সবসময় Base Form অর্থাৎ Dictionary Form এ বসবে।
আশা করি বুঝেছেন। 

অন্য পর্বের জন্য অপেক্ষা করুন, আরো ভালো কিছু দিব।

অনেক কষ্টে লিখেছি, পারলে শেয়ার করে দিবেন। কোথাও থেকে কপি করা না ভাই।


নিচে বিভিন্ন সোস্যাল মিডিয়ার আইকন আছে। ক্লিক করেই শেয়ার করে দিন।


আর Verb এর এই পার্ট টা জানলে Tense পার্ট টাও দেখেন, অনেক অনেক কিছু নতুন শিখতে পারবেন আর সবচেয়ে বড় কথা তা আপনি সহজেই বুঝে যাবেন।


কারণ যার Verb ক্লিয়ার তার Tense এ কোনো ত্রুটি থাকতে পারেনা।


          Written by,
   Joynal Abedin Akib
(Founder and Director)
        AK Academy

Post a Comment

0 Comments