গত Blog এ আমরা Noun এর প্রকারভেদ ও তার সংজ্ঞা সম্পর্কে জেনেছিলাম,
এই ব্লগে আমার সহকারী TS এর সহযোগিতায় নিয়ে এসেছি Parts Of Speech এর দ্বিতীয় প্রকার তথা Pronoun এর আলোচনা।
AK Academy এর একটা চমৎকার নিয়ম হলো প্রত্যেক ইংরেজি পরিভাষার বাংলা টা জানিয়ে দেওয়া, যাতে তার অর্ধেক সংজ্ঞা সেখানেই চলে আসে।
আশা করি Pronoun নিয়ে আর কখনো কোনো ঝামেলায় পড়তে হবেনা। চলুন শুরু করা যাক বেসিক থেকে।
একটি Article দেখুন,
Akib is a good student. Akib learns Akib's lessons regularly. So, Akib's teachers like Akib very much.
লক্ষ্য করুন।
উপরের বাক্যগুলোতে 'Akib' এই noun টি বারবার ব্যবহার করার ফলে ভাষার সৌন্দর্য ও মাধুর্য নষ্ট হয়েছে।
এবং ভাষা হয়ে উঠেছে শ্রুতিকটু ও অস্বাভাবিক।
উপরের বাক্য গুলোকে যদি অন্যভাবে বলা হয়,
তবে,
তবে,
Akib is a good student. He learns his lessons regularly. So, his teachers like him very much.
এখানে ভাষা গুলো খুবই শ্রুতিমধুর ও স্বাভাবিক হয়েছে।তাছাড়া শুনতেও খুব ভাল লাগছে।
কারণ এখানে 'Akib' Proper Noun টি একবার ব্যবহার করে পরবর্তীতে 'Akib' এর পরিবর্তে he,his এবং him ব্যবহার করা হয়েছে।
এখানে He,His এবং Him শব্দগুলো 'Akib' Proper Noun এর পরিবর্তে বসে 'Akib'- কে নির্দেশ করছে।
Noun এর পরিবর্তে বসা এই শব্দগুলোই হলো Pronoun.
বি.দ্র. :- His,He,Him এগুলো যে Noun এর পরিবর্তে বসেছে অর্থাৎ Akib তাকে বলা হয় Antecedent.
এক কথাত যেই Noun এর পরিবর্তে Pronoun বসে সেই Noun কে অই Pronoun গুলোর Antecedent বলা হয়।
শাব্দিক অর্থ:-
Pro শব্দের অর্থ in place of (পরিবর্তে) এবং Noun অর্থ Name (বিশেষ্য)।
Pro শব্দের অর্থ in place of (পরিবর্তে) এবং Noun অর্থ Name (বিশেষ্য)।
সংজ্ঞা:-
In a word, Pronoun is a word used instead of a noun or noun–equivalent
অর্থাৎ,
pronoun হচ্ছে এমন কতগুলো শব্দ যা noun এর পরিবর্তে বসে
Classification of Pronoun (প্রকারভেদ)
Pronoun মোট আট প্রকার।
যথাঃ-
1. Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম)
যেমন:- I,We,You,He,She,It,they etc
2. Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম)
যেমন:- Who,What,Which,Whom etc
3. Distributive Pronoun (বিভাজক সর্বনাম)
যেমন:- each,every, either, neither etc
4. Demonstrative Pronoun (নির্দেশক সর্বনাম)
যেমন:- this,that,these,those,such etc
5. Relative Pronoun (সম্বন্ধজ্ঞাপক সর্বনাম)
যেমন:- that,what,which,who etc
6. Reciprocal Pronoun (পারষ্পরিক সর্বনাম)
যেমন:- each other,one another etc
7. Reflexive (আত্মবাচক) and emphatic (জোড়াল) Pronoun (সর্বনাম)
যেমন:- myself,yourself,themselves etc
8. Indefinite Pronoun (অনির্দিষ্ট সর্বনাম)
যেমন:- one, any,some,many,none etc
বি.দ্র. জেনে রাখা ভালো
Pronoun সবসময় একা বসে, কখনো Noun এর আগে বসেনা, বসলে তা Adjective হয়ে যায়।
Please Click here.
Definitions Of Kinds এর Link.
বি.দ্র. জেনে রাখা ভালো
Pronoun সবসময় একা বসে, কখনো Noun এর আগে বসেনা, বসলে তা Adjective হয়ে যায়।
Please Click here.
Definitions Of Kinds এর Link.
এই ব্লগ অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ায় আর দীর্ঘায়িত করছিনা যাতে আপনারা এতটুকু আগে অধ্যয়ন করে মনে রাখতে পারেন।
অবশ্যই এর পরবর্তী ব্লগেই Pronoun এর সকল প্রকারের সংজ্ঞা ও তার খুটিনাটি সকল আলোচনা অন্তর্ভুক্ত করা হবে ইনশাআল্লাহ।
আশা করি,
কারো সাহায্য ছাড়াই বুঝবেন ছাত্র হিসেবে আর শিক্ষক হিসেবে পড়াতেও কোনো সমস্যা হবেনা।
অবশ্যই এর পরবর্তী ব্লগেই Pronoun এর সকল প্রকারের সংজ্ঞা ও তার খুটিনাটি সকল আলোচনা অন্তর্ভুক্ত করা হবে ইনশাআল্লাহ।
আশা করি,
কারো সাহায্য ছাড়াই বুঝবেন ছাত্র হিসেবে আর শিক্ষক হিসেবে পড়াতেও কোনো সমস্যা হবেনা।
Written by,
My assistant 'TS'
(Co-director)
AK Academy
(দেখতে পাচ্ছেন নিচে সোস্যাল মিডিয়ার কিছু চিহ্ন আছে, আপনার যদি আমাদের পোস্ট গুলো ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেন, আপনার একজনের শেয়ার আমাদের জন্য অনেক মূল্যবান।)
My assistant 'TS'
(Co-director)
AK Academy
(দেখতে পাচ্ছেন নিচে সোস্যাল মিডিয়ার কিছু চিহ্ন আছে, আপনার যদি আমাদের পোস্ট গুলো ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেন, আপনার একজনের শেয়ার আমাদের জন্য অনেক মূল্যবান।)
0 Comments