Noun (বিশেষ্য)
Part of Speeches এর প্রথম প্রকার হলো Noun,
Noun এর স্থান বাক্যের শুরুতেই থাকে।
Noun এর স্থান বাক্যের শুরুতেই থাকে।
ইংরেজিতে ৯৯% বাক্যেই একটা না একটা Noun থাকে।
আমরা জানি প্রত্যেকটা বাক্যেই Subject থাকে, আর Subject অবশ্যই একটা Noun অথবা Pronoun হবে। তাই বুঝায় যাচ্ছে যে Noun ইংরেজিতে কত গুরুত্বপূর্ণ অংশ।
তাহলে জেনে নিই Noun সম্পর্কে,
সংজ্ঞা:-
Noun হলো নাম বুঝায় এমন একটি Part of Speech,
সেটি ব্যক্তি, বস্তু, স্থান, কাজ, অনুভূতি ইত্যাদি যে কোনো কিছুরই নাম।
যেমন :- Rahim, Book, Bangladesh, Amendment, Honesty ইত্যাদি।
আমরা চোখে যাই দেখি তা সবই কিন্তু Noun.
তাহলে, Noun is a naming word, which can be the name of anything such as person, place or thing etc.
Kinds (প্রকারভেদ)
Noun এর প্রকারের ক্ষেত্রে বলতে গেলে তা দুই রকম হতে পারে,
এমন কিছুর নাম যার মধ্যে একটি হলো আমরা যা দেখি আর অন্যটি দেখিনা যেগুলো দেখিনা তার মধ্যে কিছু অনুভব করি আবার কিছু শুধু কাজ অনুযায়ী ভাবা যায়।
Concrete Noun (মূর্ত বিশেষ্য)
Rahim, Book, Bangladesh এগুলো আমরা দেখি, তাই এগুলোর নাম হলো Concrete (মূর্ত) noun.
Rahim is a good boy.
Rahim is a good boy.
Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
Honesty, Truthfulness, Fidelity এগুলো আমরা দেখিনা, কিন্তু অনুভব করি তাই এগুলোর নাম হলো Abstract (বিমূর্ত, গুণবাচক) noun.
Honesty is a great virtue.
Honesty is a great virtue.
Verbal Noun (ভাববাচক বিশেষ্য)
Amendment, Acceptance, Achievement এগুলো আমরা দেখিনা, অনুভবও করিনা, কিন্তু এগুলো কাজের নাম তাই এগুলোকে বলা হয় Verbal (ভাববাচক) noun.
Achievement of Ayan was completed.
Concrete Noun এর প্রকারভেদ,
এখন যেসব Noun আমরা চোখে দেখি সেগুলো কয়েক রকম হতে পারে। নিম্নে Concrete Noun এর প্রকারভেদ আলোচনা করা হলো।
Concrete Noun মোট ৪ প্রকার।
1. Proper (একক) noun.
2. Common (জাতিবাচক) noun.
3. Material (দ্রব্যবাচক) noun.
4. Collective (সমষ্টিবাচক) noun.
এখন আসা যাক এগুলোর সংজ্ঞায়, যদিও অর্থেই অর্ধেক সংজ্ঞা পাওয়া যাচ্ছে।
Proper Noun (একক বিশেষ্য)
এমন সব Noun যা পৃথিবীতে শুধু একটিই নির্দিষ্ট ভাবে রয়েছে তাকে বলা হয় Proper Noun.
যেমন :- Karim একজন নির্দিষ্ট ব্যক্তি, এই ব্যক্তি পৃথিবীর মধ্যে একজনই রয়েছে যদিও একই নামে আরো মানুষ থাকতে পারে তবে Karim দিয়ে নির্দিষ্ট কোন করিম কেই বুঝায়।
ঠিক সেভাবেই Dhaka, London, Himalaya ইত্যাদি।
বি. দ্র. Proper Noun বাক্যে যেখানেই থাক না কেন শুরু হবে Capital Letter দিয়ে।
Common Noun (জাতিবাচক বিশেষ্য)
যেসব Noun দিয়ে নির্দিষ্ট একজন বুঝায় না বরং তার জাতি বুঝায়।
যেমন :- Man দিয়ে মানুষ বুঝায়, মানুষ বলতে পৃথিবীর যত মানুষ আছে সবাই কেই বুঝাচ্ছে।
তেমনি Tree, Ring, Cow, Bird ইত্যাদি।
বি. দ্র. Common Noun এর পূর্বেই সাধারণত Article বসে। অন্য Noun এর পূর্বে নয়।
Material Noun (দ্রব্যবাচক বিশেষ্য)
যেসব Noun এমন সব দ্রব্য বুঝায় যেগুলো গুণা যায়না বরং ওজন করা হয়।
যেমন :- Gold কেউ গুণতে পারবেনা ওজন করে,
তেমনি Water, Rice, Oil, Syrup ইত্যাদি।
বি.দ্র. এগুলো Uncountable Noun হয়।
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
যেসব Noun অন্য Noun এর সমষ্টিগত হয়।
যেমন :- অনেক গুলো Man আর Women মিলে Family হয়।
যেমন :- অনেক গুলো Man আর Women মিলে Family হয়।
তাহলে Members এর সমষ্টি হলো Family.
এভাবেই Army, Flock, Cattle, Group ইত্যাদি।
বি.দ্র. এসব Noun সদস্য বহন করে।
Noun এর এই Part গেলো প্রাথমিক প্রকার গুলো নিয়ে, Article বসা অনুযায়ী Noun এর অন্যান্য প্রকার নিয়ে অন্য একটি ব্লগে লিখা হবে। পড়ার জন্য ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন।
অর্থ গুলো শিখে রাখবেন সংজ্ঞা আপনা আপনিই মনে থাকবে।
Written by,
Joynal Abedin Akib
(Founder and Director)
AK Academy
Joynal Abedin Akib
(Founder and Director)
AK Academy
0 Comments