Kinds Of Pronoun with Definitions and its Person. Pronoun এর প্রকারভেদ ও Person পরিচিতি)



Pronoun সম্পর্কে এর আগেও একটা ব্লগ লেখা হয়েছে যেখানে গল্পে গল্পে Pronoun এর সংজ্ঞা ও তার প্রকারভেদ আলোচিত হয়েছে, 

তবে ব্লগ লম্বা হওয়ার কারণে তার প্রকারভেদের সংজ্ঞা ও Person সম্পর্কে ধারণা দিতে এর দ্বিতীয় অংশ প্রকাশ করলাম।


গত পর্বটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিবেন ৫ মিনিটের বেশি লাগবেনা। না হয় এটা কিছুই বুঝবেন না।

তাহলে চলুন শুরু করা যাক,

  
*Definitions of Kinds*
* (প্রকারভেদের সংজ্ঞা)* 


Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম)

=> যে pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে personal pronoun বলে। 

(The pronoun which is used instead of a person or thing is called personal pronun)

ব্যক্তির পরিবর্তেঃ-

                   "I" did the sum.
                "They" are students.

বস্তুর পরিবর্তেঃ-

                    You should do "it".

জেনে রাখা উচিত,

Person বা পুরুষ 

Noun/Pronoun এর Person হয়, Person এর বাংলা প্রতিশব্দ হলো পুরুষ।

একজন ব্যক্তি বক্তা নাকি শ্রোতা নাকি অনুপস্থিত তার উপর ভিত্তি করে Person নামক বিষয়টির আবিষ্কার। 

অর্থাৎ,

Person মোট ৩ প্রকার,

First person (উত্তম পুরুষ)   

কোনো Noun যদি নিজে কথা বলে বা তার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় First Person (উত্তম পুরুষ)

যেমন :- I, we, our etc

Second Person (মধ্যম পুরুষ) 

যে নিজে কথা বলছেনা বরং তার সামনে উপস্থিত সকলেই Second Person (মধ্যম পুরুষ) 

যেমন :- You, thou, etc

Third Person (নাম পুরুষ) 

যে সেখানে উপস্থিত নেই তাকেই বলা হয় Third Person বা নাম পুরুষ। 

যেমন :- He, She, It, Karim, Rahim etc


বি.দ্র. আমি,আমরা হলাম 1st Person, তুমি,
তোমরা হলে 2nd Person, সে, তারা, করিম, রহিম হলো 3rd Person.


এই হিসেবে ভিত্তি করে,

Personal pronoun আবার তিন প্রকার।

যথাঃ-

1. Personal Pronoun of the First Person (উত্তম পুরুষের ব্যক্তিবাচক সর্বনাম)

যে কথা বলে, সে firsr person বা উত্তম পুরুষ।

Personal Pronoun এ যে সব Pronoun ব্যবহৃত হয় সেগুলোকে personal pronoun of the first person বলে।

যেমনঃ- I,we,my,me,our,us,ours  etc.

2. Personal Pronoun of the second person (মধ্যম পুরুষের ব্যক্তিবাচক সর্বনাম)

যাকে সম্বোধন করে কথা বলা হয় সে second person বা মধ্যম পুরুষ।

Second person হিসেবে ব্যবহৃত pronoun গুলোকে personal pronoun of the second person বলে।

যেমনঃ- 

You,Your,Yours,Thou(তুমি),Thine(তোমার),Thee(তোমাকে ) etc. 


3. Personal Pronoun  of the third person (নাম পুরুষের ব্যক্তিবাচক সর্বনাম)

যার সম্বন্ধে কথা বলা হয় সে third person বা নাম পুরুষ। third person হিসেবে ব্যবহৃত pronoun গুলোকে  personal pronoun of the third person বলে।

যেমনঃ-  He,She,His,Her,Them,Their  etc.



Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম)

=> যেসব pronoun কে কোন প্রশ্ন জিজ্ঞেস করতে sentence  এ ব্যবহার করা হয়,তাদেরকে interrogative pronoun  বলে। 

(The pronoun which is used to ask question is called an interrogative pronoun.)

যেমনঃ- What is your name?


Distributive Pronoun (বিভাজক সর্বনাম)


=> যে pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একটিকে বা প্রত্যেকটিকে আলাদা করে নির্দেশ করে,তাকে Distributive pronoun বলে। 

(The pronoun which separates other person or thing and indicates one person or thing at a time is called Distributive pronoun.)


[Distribute মানে ভাগ করে দেওয়া]


যেমনঃ- Either of the glasses has been broken. (দুয়ের মধ্যে একটি গ্লাসই ভেঙেছে।)

All of them went there.
(তাদের প্রত্যেকেই সেখানে গিয়েছিল। )
Demonstrative Pronoun (নির্দেশক সর্বনাম)

=>  ব্যক্তি বা বস্তুকে যদি এটি,ওটি,এগুলি,ওইগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দ গুলোকে demonstrative pronoun বলে।


(Words such as this,that,these,those,such,so etc used instead of some noun to point to it or them,are called demonstrative pronoun.)


যেমনঃ- This is a book.
             Those are somr apples.


Relative Pronoun (সম্বন্ধজ্ঞাপক সর্বনাম)


=>  যে pronoun কোন noun  বা pronoun এর পরে বসে ঐ noun  বা pronoun কে নির্দেশ করে এবং conjunction এর ন্যায় দুটি sentence  কে যুক্ত করে,তাকে relative pronoun বলে। 


(The relative pronoun is that pronoun which refers to some noun or pronoun previously mentioned and at the same time joins two sentences.)


যেমনঃ- The boy is my classmate who (যে) came here yesterday. 

(এখানে Who নামক Pronoun টি The boy is my classmate এবং Came here yesterday দুই বাক্যকে যুক্ত করেছে)

       I have lost the pen that (যেটি) you gave me.



Reciprocal Pronoun (পারষ্পরিক সর্বনাম)

=>যে pronoun দুই বা দুই এর অধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক বুঝায়,তাকে reciprocal pronoun বলে।

(The pronoun that indicates the mutual relation between two or more persons,is called the reciprocal pronoun.)

  [ Reciprocal মালে হলো পরস্পর প্রতিক্রিয়াশীল]

যেমনঃ-  The two boys helped each other (একে অন্যকে)। 

They love one another (একে অন্যকে)।



A. Reflexive Pronoun (আত্মবাচক সর্বনাম)


=> যে pronoun subject কে নির্দেশ করে কাজের ফলাফল subject এর উপরই  আরোপ করে,তাকে Reflexive pronoun বলে। 

বি.দ্র.
Subject এর ঠিক পরে বসেনা।


(The pronoun that indicates the action of the subject by itself is called reflexive pronoun.)


যেমনঃ- She looked at herself.(সে নিজের দিকে তাকাল।)


B. Emphatic Pronoun (জোরপ্রদানকারী সর্বনাম)


=>  Noun বা Pronoun  এর ঠিক পরে বসেই যে  Pronoun তার উপর জোর আরোপ করে,তাকে emphatic pronoun বলে।


(The pronoun that is used after a noun or pronoun to add an emphasis on it, is called the emphatic pronnoun.)


যেমনঃ- 

        I myself did the sum. (আমি নিজে নিজেই যোগটি করেছি।)

        I met the president himself.



Indefinite Pronoun (অনির্দিষ্ট সর্বনাম)

=>  যে pronoun কোন ব্যক্তি বা বস্তুর জন্য নির্দিষ্টভাবে না বসে অনির্দিষ্টভাবে বসে,তাকে indefinite pronoun বলে।

(The pronoun which does not indicate any person or thing definitely is called an indefinite pronoun.)

যেমনঃ-
    Many saw the accident.
    (অনেকেই দুর্ঘটনাটি দেখল)
   One should do one's duty.


Pronoun এর যা খুটিনাটি আছে তা এখানেই চলে এসেছে তার বাইরে যা আছে তা আপনি নিজের কমন সেন্স থেকেই বুঝে যাবেন।


আমাদের সব ব্লগ যদি পড়ে থাকেন আপনি নিজে যতই দুর্বল হোন না কেন ইংরেজিতে অথবা আপনার স্টুডেন্ট আজ থেকে প্রত্যেকটা টপিক আপনার কাছে বাংলা থেকেও সহজ হয়ে যাবে।    

যদি উপকার পেয়ে থাকেন আমাদের একটা উপকার করলে খুব খুশি হবো, নিচে থাকা সোস্যাল মিডিয়ার আইকন থেকে একটা সিলেক্ট করে শেয়ার করে দেন 

এবং অন্যকেও আপনার প্রতি কৃতজ্ঞ হওয়ার সুযোগ দিন। 

এরকম ডিটেইলস যুক্ত গ্রামার সকল বইয়ে থাকেনা। তাই সবার কাছে পৌঁছেও না, 

এই কাজটি আপনি করে দেন প্লিজ।        

    Written by,
My assistant 'TS'
  (Co-director)
  AK Academy

Post a Comment

0 Comments