Word and Part of speech (শব্দ এবং পদ)
Word (শব্দ)
আমরা ছোটকালে শিখেছিলাম এক বা ততোধিক Letter বা বর্ণ মিলে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলা হয় Word.
আমি যদি বলি Dhaka এখানে Dhaka কোনো অর্থ প্রকাশ করছেনা। বরং এটি একটি নাম মাত্র তাহলে কি এটি Word নয়?
আরো যদি বলি The cow is a domestic animal এই বাক্যে the এটাও তো কোনো অর্থ প্রকাশ করেনা তাহলে কি এটিও Word নয়?
তাহলে আমরা কি ভুল শিখেছি?
হুম, আর এর সঠিক সংজ্ঞা হলো,
এক বা একাধিক Letter বা বর্ণ মিলে যদি বাক্যে ব্যবহার হওয়ার যোগ্যতা অর্জন করে তবে তাকে বলা হয় Word.
একটি Letter কি Word হতে পারে?
হুম, অবশ্যই।
* ইংরেজিতে পৃথিবীর সবচেয়ে ছোট অর্থবোধক Word হলো ৩ টি, তা হলো।
১. I (আমি) :- I am a boy.
২. A (একটি) :- A boy came to me.
৩. O (ওহে) :- O Allah, help me.
* আর ইংরেজিতে পৃথিবীর সবচেয়ে বড় শব্দ হলো একটি ফুসফুসের রোগের নাম।
তা হলো,
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis
Part Of Speech (পদ)
Word এর কথা তো গেলো, এখন আসি Part Of Speech এর কথায়। এর নামেই কিন্তু সংজ্ঞা লুকায়িত আছে।
* Part (অংশ) Of (এর) Speech (বক্তব্য) তাহলে Part Of Speech হলো বক্তব্যের অংশ। মানে এক কথায় বাক্যের (ক্ষুদ্রতম) অংশ,
I am going to school.
এই বাক্যের ক্ষুদ্রতম অংশগুলো হলো Part Of Speech.
I, am, going, to, school এই বাক্যের ৫ টি অংশই হলো ৫ টি Part of speech.
Word আর Part Of Speech এ পার্থক্য।
Word আর Part Of Speech একই জিনিস। পার্থক্য হলো এই যে, একটি একা শব্দ হলো Word যেমন Go,
আর একই শব্দটা যখন বাক্যে ব্যবহার হয় তখন হয় Part Of Speech যেমন :- I go to school.
আর একই শব্দটা যখন বাক্যে ব্যবহার হয় তখন হয় Part Of Speech যেমন :- I go to school.
Kinds Of Part Of Speech
(পদের প্রকার)
Word এর কোনো প্রকার নেই কারণ একটি শব্দ সেটি শুধুমাত্র একটি শব্দই। কিন্তু যখন সেটি বাক্যে ব্যবহার হয় তখন সেটি অনেক রকম হয়ে ব্যবহার হয়। তাই একটি শব্দ বাক্যে কত রকম হয়ে ব্যবহার হয় তাই হলো Part Of Speech এর প্রকার। যেমন :- The শব্দটি, এটি একটি Word.
কিন্তু যখন বাক্যে ব্যবহার হয় তখন সেটি কত রকম ব্যবহার হতে পারে একটু দেখে নেন,
১. The book is on the table. (Adjective হিসেবে)
২. The is an article. ( Noun হিসেবে)
৩. The more you read, the more you learn. (Adverb হিসেবে)
দেখতেই পাচ্ছেন এই একটি মত্র শব্দ বাক্যে গিয়ে কত রকমের কাজ করছে, একবার কোনো Noun কে Modify করছে, একবার নিজেই Noun এর যায়গায় বসে আছে, আরেকবার বাক্যকে Modify করছে।
এরকম করেই ইংরেজিতে একটি বাক্যে Word গুলো ৮ রকমের কাজ করে থাকে।
তাই Part Of Speech হলো ৮ প্রকার।
১. Noun (বিশেষ্য)
২. Pronoun (সর্বনাম)
৩. Adjective (বিশেষণ)
৪. Verb (ক্রিয়া)
৫. Adverb (ক্রিয়া/ভাব-বিশেষণ)
৬. Preposition (পদান্বয়ী অব্যয়)
৭. Conjunction (সংযোজক অব্যয়)
৮. Interjection (অনুভূতিজ্ঞাপক অব্যয়)
এসব অর্থের মধ্যেই লুকায়িত আছে সংজ্ঞা। অর্থ গুলো শিখে নাও, সংজ্ঞা শিখতে কষ্ট হবেনা।
Written by,
MD Joynal Abedin Akib
(Founder and Director)
AK Academy
MD Joynal Abedin Akib
(Founder and Director)
AK Academy
0 Comments