Sentence (বাক্য)
Definition (সংজ্ঞা)
ব্যকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে একাধিক শব্দ একত্রে মিলিত হয়ে যদি একটি ভাব প্রকাশ করে তখন সেই শব্দগুলোর সম্মিলিত রুপকে Sentence বা বাক্য বলে।
যেমন :- Karim is a good boy.
Kinds of Sentence (প্রকারভেদ)
Sentence কে সাধারণত পাঁচ ভাগে বিভক্ত।
There are five categories of sentences,
1. Assertive Sentence (ঘোষণামূলক বাক্য)
2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
4. Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
Definitions of Kinds (প্রকারভেদের সংজ্ঞাসমূহ)
Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।
Assertive Sentence is a simple statement (বিবৃতি) or assertion (ঘোষণা) , and it may be affirmative or negative.
যেমন:- He reads the book.
একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং Affirmative বা হ্যাঁ সূচক বাক্য। এখানে, He হচ্ছে Subject, reads হলো Verb এবং the book হচ্ছে Object.
We do not run in the Sun.
একটি সাধারণ বিবৃতি এবং Negative sentence এর উদাহরণ।
একটি সাধারণ বিবৃতি এবং Negative sentence এর উদাহরণ।
Everyone should read this poem.
এখানে should একটি Modal Auxiliary.
এখানে should একটি Modal Auxiliary.
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।
An interrogative sentence is used to ask any question to something or someone and ends with an interrogative sign '?'.
জ্ঞাতব্য :- এটি Auxiliary Verb দিয়ে শুরু হয়। তখন অনুবাদ হবে "কি" এইটা দিয়ে। যার উত্তর হা/না হবে।
যেমন:-
Do you like a baby?
Is he your father?
Should I tell you?
Is he your father?
Should I tell you?
অথবা W/H questions দিয়ে শুরু হবে। যার অনুবাদ 'কী' এটা দিয়ে হবে। যার উত্তর বর্ণনামূলক হবে।
What is your address?
Whom do you want?
How much money do you want?
Whom do you want?
How much money do you want?
Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (You) গোপন থাকে।
Imperative sentences express request, order, advice, command, and suggetion.
Do it. (Order)
Never tell a lie. (Advice)
Please, give me the book. (Request)
Never tell a lie. (Advice)
Please, give me the book. (Request)
Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।
An Optative Sentence expresses desire, prayer, wish, et cetera (ইত্যাদি).
জ্ঞাতব্য :- বেশিরভাগ Optative sentence এই may ব্যবহৃত হয়।
যেমন:-
May Allah bless you.
May you be happy in your future life.
Live long my son.
May you be happy in your future life.
Live long my son.
সর্বশেষ উদাহরণটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে May ছাড়াও Optative sentence হয়।
Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
Exclamatory sentence দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।
An exclamatory sentence expresses sudden or strong feelings or emotions like surprise, anger, delight, pain, etc. It is a term of the sudden change of mind.
জ্ঞাতব্য :- এমন বাক্যে অবশ্যই একটি Exclamation Mark বসে যেটি দেখতে '!' এরকম।
কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি (!) বাক্যের শুরুতেই বসে ।
জেনে রাখা উচিত,
কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি (!) বাক্যের শুরুতেই বসে ।
জেনে রাখা উচিত,
কোন বাক্য যদি Alas, Bravo, আহ, Oh, Hurrah ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়।
যেমন:-
Hurrah! I have passed.
What a beautiful bird!
Alas! You’ve failed.
What a beautiful bird!
Alas! You’ve failed.
আশা করি Sentence সম্পর্কে ভালোই ধারণা পেয়েছেন।
এতক্ষণ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
এতক্ষণ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
এর পরবর্তী কোনো ব্লগে Transformation of Sentence লিখার চেষ্টা করব। আজ এতটুকুই থাক।
Sentence অধ্যায় সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার আগে দেওয়া উচিত ছিল।
যাই হোক এখন দিলাম। ভালো করে বুঝে শিখে নিবেন।
যাই হোক এখন দিলাম। ভালো করে বুঝে শিখে নিবেন।
Tense অধ্যায় আর Sentence অধ্যায় দুটো একসাথে মিশিয়ে ইংরেজি বাক্য বানাতে শিখুন। ইংরেজি একদম সহজ হয়ে যাবে।
যদি,
যদি,
ভালো লাগে নিচে থাকা সোস্যাল মিডিয়ার আইকন থেকে একটা সিলেক্ট করে শেয়ার করে দিন, কৃতজ্ঞ থাকব।
Written by,
Joynal Abedin Akib
(Founder and Director)
AK Academy
Joynal Abedin Akib
(Founder and Director)
AK Academy
0 Comments