Article কাকে বলে কত প্রকার? a,an,the মূলে কী ছিল? | What is article and its kinds, what is the origin of a,an,the? |



Article (পদাশ্রিত নির্দেশক)

Introduction of Article (পরিচিতি)

নিচের বাক্যগুলো একটু পড়ুন,

1. I have a book.
2. I have an apple.
3. I like the book.


উপরের ৩ টি বাক্যেই, a, an, the বসে যথাক্রমে Book, Apple ও Book এর অর্থকে সীমিত করে দিয়েছে। 

আরেকটু বুঝিয়ে বলতে গেলে,

* প্রথম বাক্যে আর দ্বিতীয় বাক্যে Book ও Apple এর সংখ্যা বলে দিয়েছে,

* ও ৩ নাম্বার বাক্যে একটি মাত্র Book কে নির্দিষ্ট করে দিয়েছে।

Noun এর সামনে বসা এই ৩ টি Determiner বা নির্দেশক কেই বলা হয় Article.

Most Important, 

Origin of A,An,The  (A,An,The এর মূল।)


* A মূলে ছিল An আর An মূলে ছিল One যার অর্থ 'একটি'

জেনে রাখা উচিত,

দুটো Vowel Sound একত্রে উচ্চারণ কঠিন তাই তাদের মধ্যে একটি Consonant আনতে হয়,
যেমন A Apple এখানে A+A দুটি Vowel Sound এক যায়গায় হয়েছে, তাই এটর মাঝখানে একটি Consonant আনতে হবে। 

তাই One থেকে An হয়েছে যাতে উভয়ের মাঝামাঝি একটি Consonant Sound থাকে।



* The এর মূল হলো This/That তাই The কাছে বা দূরে থাকা উভয় Noun এর ক্ষেত্রে ব্যবহার হয়।

This book is mine = The book is mine.
That book is mine = The book is mine.



Kinds of Article (প্রকারভেদ)

নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে বুঝানোর ক্ষেত্রে Article দুই প্রকার, কাজেই আপনারা বুঝতে পারছেন কী কী,

1. Definite Article.
2. Indefinite Article.


Definition of Kinds (প্রকারভেদের সংজ্ঞা)

নিচের বাক্যগুলো একটু পড়ুন,

I have a book.
I killed a mouse.
I bought a pen.
I don't like an ant.

এসব বাক্যে একটি বই, একটি ইদুর, একটি কলম, একটি পিপড়া ইত্যাদি বলা হয়েছে ঠিক, তবে সেটি কোন বই, কোন কলম এসব নির্দিষ্ট নয়।

অর্থাৎ সেটি পৃথিবীর যে কোনো পিপড়া বা বই হতে পারে, তার কোনো নির্দিষ্ট Clue (নিদর্শন) আমাদেত দেওয়া হয়নি।


* তাহলে, A ও An দিয়ে যে কোনো কিছু অনির্দিষ্ট ভাবে বুঝায়, তাই এই দুটো হলো Indefinite Article.



আবার নিচের বাক্যগুলো পড়ুন,

1. I have a book and my sister likes the book.
2. I killed the mouse that ate my cheese.

বাক্য নাম্বার ১,

উপরের দুই বাক্যে, প্রথম বাক্যে বলা হয়েছে 'আমার একটি বই আছে' তখন কিন্তু বইটি অনির্দিষ্ট ছিল, কিন্তু পরে বলা হচ্ছে 'বইটি আমার বোন পছন্দ করে'
তাহলে যেহেতু বইয়ের কথা প্রথমে একবার বলা আছে তাই দ্বিতীয় বার যখন ঠিক একই বইয়ের কথা বলা হচ্ছে তাহলে সেটি নির্দিষ্ট হয়ে গেছে।

তাই তার আগে বসানো হয়েছে The,


বাক্য নাম্বার ২,

আর এর পরের বাক্যে 'আমি সেই ইদুর টি মেরেছি যে আমার পনির খেয়েছে' তাহলে যখন ইদুরটি আমার পনির খেয়েছে তাহলে অবশ্যই তাকে আমি চিনি, সে আমার জন্য নির্দিষ্ট একটা ইদুর। অন্য সব ইদুর থেকে সে এখন আলাদা একটি ইদুর,

তাই তার আগে বসানো হয়েছে The,

* এখন বলা যায় নির্দিষ্ট কোনো Noun এর যদি Article বসাতে হয় তবে তার আগেই The বসে, আর এই The কেই বলা হয় Definite Article.



Where Articles are used
(কোথায় Article ব্যবহার হয়)

Article সাধারণত শুধু Noun এর পূর্বেই ব্যবহার হয়,
নিচের বাক্যগুলো পড়ুন,

1. I am going to a/the Dhaka. ×
2. I like a/the man.
3. I have a/the gold. ×
4. I am in an army. √
5. A/the honesty is a great virtue. ×


উপরের বাক্যগুলোতে আমি ৫ রকম Noun রর পূর্বে Article বসিয়েছি, কিন্তু তার মধ্যে দুই প্রকার Noun এর আগেই Article মানিয়েছে, তা হলো,

Common Noun আর Collective Noun এর পূর্বে।


Note:- সাধারণত, Common Noun ছাড়া অন্যান্য Noun এর পূর্বে Article এর ব্যবহার হয়না, আর Collective Noun এর পূর্বে ও হতে দেখা যায়।

অন্যান্য Noun সমূহের পূর্বে কদাচিৎ, বিশেষ প্রয়োজনে ব্যবহার হয়, তার নিয়ম আমরা পরে জানব।


যাই হোক, আজকের জন্য এতটুকুই,

Article সম্পর্কে জানলেন এটাই অনেক, এর পরবর্তী ব্লগে আমরা Uses of Article সম্পর্কে জানব, অর্থাৎ Article ব্যবহার হওয়ার নিয়ম, কোথায় কোন article এর ব্যবহার হবে।

আশা করি ভালো লেগেছে,

নতুন কিছু শিখে থাকলে দয়া করে শেয়ার করবেন নিচে থাকা সোস্যাল মিডিয়ার আইকনে শুধু একটা ক্লিক করে,

শেয়ার করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।


         Written by,
   Joynal Abedin Akib
(Founder and Director)
       AK Academy

Post a Comment

0 Comments