Phrase (শব্দগুচ্ছ)
যখন একাধিক Parts of speech মিলে একটি Part of speech এর কাজ করবে যাতে কোনো Finite Verb থাকবেনা।
Pronoun এর কাজ করার সামর্থ phrase এর নেই। তাই Part of Speech অনুযায়ী phrase ৭ রকম হয়।
Nominal phrase (Subject,Object,Complement হিসেবে বসলে)
Adjectival phrase (একটি শব্দ noun/pronoun কে modify করলে Adjective আর একাধিক শব্দ মিলে একটি শব্দ হয়ে একই কাজ করলে তা Adjecival phrase)
Verbal (Group verb)
Adverbial (Adjectival phrase এর মতো তবে noun / pronoun এর বদলে অন্য part of speech অথবা sentence কে modify করবে)
Prepositional (Preposition দিয়ে শুরু noun(+preposition) দিয়ে শেষ হবে)
Conjuntional (একাধিক শব্দ মিলে বাক্যকে যুক্ত করার কাজ করবে)
Interjectional (একাধিক শব্দ interjection এর কাজ করবে)
0 Comments